Solution
Correct Answer: Option C
লাফিং গ্যাস হল নাইট্রোজেনের একটি অক্সাইড। এর সংকেত N₂O। এ গ্যাসটি আমাদের নাসারন্ধ্রে প্রবেশের পর আমাদের স্নায়ুতন্ত্রে এক ধরনের অনুভূতির সৃষ্টি করে, যার কারণে হাসি পায়। এজন্য একে লাফিং গ্যাস বলে। একে নাইট্রাস অক্সাইডও বলে।