পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?

A ভারত ও প্রশান্ত মহাসাগর

B আটলান্টিক ও ভারত মহাসাগর

C প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

D আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর

Solution

Correct Answer: Option C

১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানাম সরকারের সাথে এক চুক্তি বলে পানামার সংকীর্ণ স্থলভাগ কেটে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে যা 'পানামা খাল' নামে পরিচিত। এই খালের দৈর্ঘ্য ৮১ কিমি। চুক্তি অনুযায়ী ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এ খালের নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions