বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা'–এর চিত্রকর কে?
Solution
Correct Answer: Option C
বিখ্যাত 'তিনকন্যা' চিত্রকর্ম চিত্রশিল্পী হলেন কামরুল হাসান। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম গুলো হল ম্যাডোনা- ৪৩, মনপুরা-৭০ সংগ্রাম, মইটানা প্রভৃতি। 'চিত্রাঙ্কন' প্রতিষ্ঠানের জন্য এসএম সুলতান সমধিক পরিচিত। অন্যদিকে রফিকুন্নবী বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট।