স্ক্যানার কি ধরনের ডিভাইস?
A ইনপুট
B মেমোরি
C আউটপুট
D প্রসেসিং
Solution
Correct Answer: Option A
স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কোনো টেক্সট ডকুমেন্ট বা ছবিকে এর সাহায্যে কম্পিউটারে নেওয়া যায়। এরপর ইচ্ছেমতো সম্পাদনা করে নতুন রকমের ছবি তৈরি করা যায়। এর সাহায্যে ফ্যাক্স বার্তাও পাঠানো যায়। বর্তমানে প্রিন্টিং সুবিধাসম্পন্ন স্ক্যানার পাওয়া যাচ্ছে।