ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য—
A ১১ গজ
B ১৭ গজ
C ২২ গজ
D ২১ গজ
Solution
Correct Answer: Option C
ক্রিকেট খেলার মাঠের যে অংশে দুইজন ব্যাটসম্যান ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন এবং বোলার বল করেন সে অংশকে পিচ বলে। ঐ পিচের দৈর্ঘ্য ২২ গজ ও প্রস্থ ৩.৩৩ গজ (৬৬ ফুট ও ১০ ফুট) এ অংশটি সাধারণত ঘাসবিহীন বা ছাটা ঘাস।