জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?
A চর্বি
B ভিটামিন
C শর্করা
D আমিষ
Solution
Correct Answer: Option A
জাঙ্ক ফুড বলতে সেসব খাদ্যকে বুঝায় যারা উচ্চতর প্রাণীর চর্বিযুক্ত। খাদ্য খাবার উপযোগী করতে অধিক পরিমাণে ভোজ্য তেল ব্যবহার করা হয়। ফলে এসব খাদ্যগ্রহণে খারাপ কোলেস্টরেল (LDL) এর পরিমাণ বেড়ে যায়।