Solution
Correct Answer: Option B
-যে সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক (১ ও সংখ্যা নিজে) বিদ্যমান তাকে মৌলিক সংখ্যা বলে।
-মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৭, ১৯, ২৩...... ইত্যাদি।
-মৌলিক সংখ্যার সংখ্যা নির্দিষ্ট নয়। অর্থাৎ মৌলিক সংখ্যা অসীম।
-মৌলিক সংখ্যার সেটও অসীম।