Solution
Correct Answer: Option D
অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। π-এর মান দশমিকের পরে অসীম এবং অনাবৃত। এর মান 3.1416........,
আবার পূর্নবর্গ বা ঘন নয় এরূপ যে কোন সংখ্যার বর্গমূল বা ঘনমূল অমূলদ সংখ্যা। যেমন, √2, ∛3, √5, ∛5, √7, ∛7, √11, ∛11 ইত্যাদি।
সুতরাং অপশনের তিনটিই অমূলদ সংখ্যা।