Solution
Correct Answer: Option E
[Note: ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী বাহিনী লাইবেরিয়ায় কাজ করছে। ২০০৮ সালে বাংলাদেশী শান্তিরক্ষীরা দেশটিতে 'বাংলাদেশ স্কয়ার' নামে একটি বিনোদনমূলক ও শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করে। লাইবেরিয়ার জিবার্নগা শহরে নির্মিত এ স্কয়ারে ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের খেলাধুলারও ব্যবস্থা রয়েছে।]