'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
A বাংলাদেশ-মিয়ানমার
B বাংলাদেশ-ভারত
C মিয়ানমার-চীন
D ভারত-মিয়ানমার
Solution
Correct Answer: Option A
নাফ নদীর ওপারে অবস্থিত 'মংডু' হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের (পূর্বের নাম আরাকান) একটি জেলা শহরের নাম। এটি বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী এলাকা।