Solution
Correct Answer: Option B
প্রশ্নে বলা হচ্ছে, একটি জ্বালানী ট্যাংকে 1/5 অংশ পূর্ণ করতে আরো 32 গ্যালন জ্বালানী লাগবে । ট্যাংকটির ধারণ ক্ষমতা বের করতে হবে ।
ধরি, ট্যাংকটির ধারণ ক্ষমতা = x গ্যালন
প্রশ্নমতে, 3x/7-x/5 = 32
=> 15x-7x/35 = 32
=> 8x/35 = 32
∴ x = 35 × 32/8 = 35 × 4 = 140