Solution
Correct Answer: Option A
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স আর্থিক সহায়তা করে। ফলে ফ্রান্সের রাষ্ট্রীয় কোষাগার অনেকটা শূন্য হয়ে পড়ে।
- তৎকালীন ফ্রান্স ছিল একটি সামন্তবাদী দেশ। তৎকালীন ফরাসী ষোড়শ লুই সামন্তবাদীদের থেকে প্রচুর ঋণ নেয়।
- এক পর্যায়ে সামন্তবাদীরা সম্রাটের কাছে রাজ্যর বিভিন্ন অংশ দাবী করে। রাজা তা দিতে অস্বীকায় করলে সামন্তবাদীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে।
- ধনীদের পক্ষে এ বিপ্লবে নেতৃত্ব দেয় রোবসপিয়ার ।
- ১৪ জুলাই ১৭৮৯ বাস্তিল দূর্গের পতন হয়। এবং লুই সপরিবারে আটক হয়।
- ১৭৯৩ সালে ২১ জানুয়ারি শত সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়।
- এ বিপ্লবের শুরুতে মাত্র ২০ বছর বয়সে যোগদেন নেপোলিয়ন বোনাপার্ট। এজন্য তাঁকে ফরাসী বিপ্লবের শিশু বলা হয়।
- ১৭৯৯ সালে ত্রিশ বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করেন।
- এ বিপ্লবে জ্যা জ্যাক রুশো ও ভলতেয়ায়ের লেখনি অনুপ্রেরণা দেয়।
- ফরাসী বিপ্লবের স্লোগান ছিলো ‘সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা'।
- এই বিপ্লব শুরু হয় ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- বিপ্লব-পূর্ববর্তী সমাজ তিনটি গোষ্ঠীতে বিভক্ত ছিল: যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং সাধারণ মানুষ। অভিজাতদের আধিপত্যের এই সমাজ ব্যবস্থা শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণির মধ্যে অসন্তোষের জন্ম দেয়।