ওষুধ প্রশাসন অধিদপ্তর (অফিস সহায়ক) - ১৩.০৫.২০২২ (70 টি প্রশ্ন )
যে সকল noun দ্বারা পেশার নাম বুঝায় তাদের পূর্বে the বসে ।
২। ২,৬,১০
   ___________
   ১,৩,৫
অতএব ল.সা.গু =২×৩×৫
                         =৩০
৭০ টাকার ১৫০%
৭০× (১৫০/১০০) =১০৫ টাকা
দেওয়া আছে ,
         a+b =3
  এবং ab=2
a²+b² =(a+b)²-2ab
          =(3)²-2.2
          =9-4
          =5
ক্ষেত্রফল ৪০ × ৩০ মিটার
             =১২০০ বর্গ মিটার
২ জন ব্যক্তি ২ পৃষ্ঠা টাইপ করে ১ দিনে
২  "         "   ১   "     "       "     ১/২ দিনে
১  "        "     ১ "      "           " (১×২)/২ "
৫ "     "        ১  "      "          "(১×২)/(২×৫) "
৫ "     "        ৫ "         "      " (১×২×৫)/(২×৫)
                                           =১ দিনে


দেওয়া আছে ,
             x-(1/x) =3
x²+(1/x²) =(x - 1/x)²+2.x.1/x
               =3²+2
               =9+2
               =11
দেওয়া আছে ,
        x+y=7
  এবং xy=15
অতএব , x²+y²=(x+y)²-2xy
                       =(7)²-2.15
                       =49-30
                       =19
৩০⁰ এর সম্পূরক কোণ =১৮০⁰-৩০⁰
                                    =১৫০⁰

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে ,
চৌবাচ্চার দৈর্ঘ্য =৩ মি =(৩× ১০০)
                                  =৩০০ সে  মি
চৌবাচ্চার প্রস্থ =২ মি =(২× ১০০)
                                =২০০ সে মি
চৌবাচ্চার উচ্চতা =৪ মি =(৪× ১০০)
                                     =৪০০ সে মি
আমরা জানি ,
চৌবাচ্চার আয়তন =(৩০০× ২০০× ৪০০) ঘন সে মি
                            =২৪০০০০০০ ঘন সে মি
                            =২৪০০০০০০/১০০০ লি
                            =২৪০০০ লি
শহরটির বর্তমান জনসংখ্যা P=৬৪০০০০০ জন
জনসংখ্যা বৃদ্ধির হার r =২৫/১০০০=১/৪০
                         সময় n=২ বছর

আমরা জানি ,
 অতএব, C=P(১+r)ⁿ
                 =৬৪,০০০০০(১+১/৪০)²
                 =৬৪০০০০০{(৪০+১)/৪০}²
                  =৬৪০০০০০ (৪১/৪০)²
                 =৬৪০০০০০ ×{(৪১×৪১)/(৪০×৪০)}
                 =৬৭২৪০০০ জন
অতএব, ২ বছর পর শহরটির জনসংখ্যা =৬৭২৪০০০ জন


চক্রবৃদ্ধি মুনাফা -আসল ,C=P(১+ r/১০০)ⁿ
                                        =১০০০০ {১+ (১০/১০০)}²
                                        =১০০০০ {১+ (১/১০)}²
                                        =১০০০০ (১১/১০)²
                                       =১০০০০×{(১১×১১)/(১০×১০)
                                       =১২১০০ টাকা
অতএব ,মুনাফা =১২১০০-১০০০০ টাকা
                        =২১০০ টাকা
১ টির ক্রয়মূল্য =১/৫ টাকা
১ টির বিক্রয়মূল্য ১/৪ টাকা

অতএব ,লাভ = ১/৪ - ১/৫ =(৫-৪)/২০ =১/২০

তাহলে শতকরা লাভ (১/২০)(১/৫)×১০০%
                            = (১/২০)×৫×১০০%
                            =২৫%
১ গজ=৩ ফুট
মনে করি ,
         আকাশের মাসিক বেতন =x টাকা
অতএব, রনির         "       "      =x এর ২৫%
                                               =x× ২৫/১০০
                                               =x/৪ টাকা

অতএব ,মিরাজের মাসিক বেতন =২ × x/৪ টাকা
                                                  =x/২ টাকা
প্রশ্নমতে , (x/২ )+(x/৪) +x=৪৯০০০
          বা, (২x+x+৪x)/৪ =৪৯০০০
           বা, ৭x=৪৯০০০×৪
            বা,x=৭০০০×৪
            বা,x =২৮০০০
অতএব ,রনির মাসিক বেতন =২৮০০০/৪
                                           =৭০০০ টাকা
মনের করি
        ৭ বছর আগে পুত্রের বয়স=x বছর
অতএব,৭ "     "   পিতার    "    =৫x বছর

প্রশ্নমতে ,(x+৭)/(৫x+৭)=১/৩
          বা,৫x+৭=৩x+২১
           বা, ২x=১৪
           বা, x=৭
অতএব পুত্রের বর্তমান বয়স =x+৭
                                            =৭+৭=১৪ বছর
অতএব , ৭ বছর পর পুত্রের বয়স হবে =১৪+৭ = ২১ বছর
সুষম পঞ্চভুজের অন্তঃকোণের পরিমাণ
={(n-২)×১৮০⁰}/n
={(৫-২)×১৮০⁰}/৫
=(৩×১৮০⁰)/৫
= ৩×৩৬⁰
=১০৮⁰
এখানে ,২ হল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ।
মনে করি সংখ্যাত্রয় যথাক্রমে ,x,x+১,x+২
অতএব, x+x+১+x+২=৩০
          বা৩x+৩=৩০
           বা,৩x=২৭
          বা ,x=৯
অতএব ,বড় সংখ্যাটি ৯+২=১১

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এখানে ,√9=3
            √ 16=4
             √ 25=5
           √ 2=1.4142.......
অতএব ,√2 অমূলদ সংখ্যা ।
মনে করি
সংখ্যাদ্বয় ৫x ও ৪x
প্রশ্নমতে ,৫x-৪x=১৫
           বা, x =১৫
অতএব ,ছোট সংখ্যাটি =৪ × ১৫ =৬০
সাধারণত নির্দিষ্ট করে বোঝাতে article হিসেবে the বসে।Man is the architect of his own life -মানুষ তার নিজের জীবনের কারিগর ।
সাধারণত the এর পরে degree এর superlative form বসে । Bad এর superlative form হচ্ছে worst .
Shakespeare হচ্ছেন ইংরেজী সাহিত্যের একজন খ্যাতনামা কবি ও নাট্যকার
'পরিবর্তিত হওয়া 'অর্থে change এর পরে preposition হিসেবে into বসে ।Water is changed into vapour -পানি বাস্পে পরিণত হয় ।
সাধারণত কোন জিনিস দুয়ের অধিক ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া অর্থে preposition হিসেবে among বসে ।The man divided his land among his sons -লোকটি তাঁর সম্পত্তি তাঁর ছেলেদের মধ্যে ভাগ করে দিল ।
shortness-সংক্ষিপ্ত (noun)
shorten-সংক্ষিপ্ত করা (verb)
short-সংক্ষিপ্ত(adjective)
shortly -সংক্ষিপ্তভাবে(adverb)


যে noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুন ,কাজের নাম বা অবস্থা প্রকাশ করে তাকে Abstract noun বলে।Abstract noun এর শেষে সাধারণত ce,hood,cy,th,ness,ment,tion,ship ইত্যাদি suffix থাকে ।সুতরাং childhood (বাল্যকাল ) হল abstract noun
সাধারণত paragraph একটি para-তে লেখা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সাধারণ 'যেন' অর্থে conjunction হিসেবে as if/as though ব্যবহৃত হয় এবং As if /As though এর পূর্বের অংশে present indefinite tense থাকলে পরের অংশে past indefinite tense হয় ।এক্ষেত্রে Be verb থাকলে were বসে ।He talks as if he were mad -সে এমন ভাবে কথা বলছে যেন সে পাগল হয়ে গেছে ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0