'আগে প্রতি বছর এখানে খেলা হত' । এ বাক্যে কোন ধরনের অতীত কালের প্রয়োগ লক্ষ্য করা যায় ?
A সাধারণ অতীত
B ঘটনার অতীত
C পুরাঘটিত অতীত
D নিত্যবৃত্ত অতীত
Solution
Correct Answer: Option D
অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে । যেমনঃ আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম ।