If you find peeling potatoes to be _____, then perhaps you would ______ scrubbing the floors.
Solution
Correct Answer: Option C
প্রথমে আলুর খোসা ছড়ানোর ব্যাপারটিকে ( peeling potatoes ) প্রতিটি অপশনেই কষ্টকর, কষ্টসাধ্য বা ক্লান্তিকর হিসেবে সাব্যস্ত করা হয়েছে । সেই হিসেবে আপনি যেকোনো অপশনকেই উত্তর হিসেবে বেছে নিতে পারেন । কিন্তু পড়ে peeling potatoes এর Alternative হিসেবে অন্য কোনো কর্ম থাকলে তখন ঐ দুই কর্মের সাথে তুলনা করে যেটা কম কষ্টকর সেটাকেই আপনি বেছে নিবেন ( prefer ). আর এক্ষেত্রে ঘর ঝাড়ুর বিষয়টি ( scrubbing the floors ) অধিকতর পচ্ছন্দনীয় হওয়া অর্থে ( prefer ) বসতে পারে. কিন্তু অন্য অপশনে scrubbing the floors কেও ঘৃণা কাজ বা কদর্য কাজ হিসেবে দেখানো হয়েছে । তাই উত্তর হবে c) .
উল্লেখ্য, Burden অর্থ বোঝা, despise অর্থ অবজ্ঞা; ঘৃণা , detest অর্থ তীব্রভাবে ঘৃণা করা onerous অর্থ কষ্টসাধ্য; গুরুভার ।
বাক্যের অর্থঃ আলুর খোসা ছাড়ানোর কাজটি আপনার কাজে কঠিন মনে হলে আপনি মেঝে পরিষ্কারের কাজটিকে পছন্দ করে থাকবেন ।