a, b and c are all positive integers such that a + b + c = 150 and none of these values are equal to each other . What is the smallest possible value for the median of a, b and c ?
Solution
Correct Answer: Option D
প্রশ্নে বলা হচ্ছে, a, b এবং c হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a + b + c = 150 যেখানে a, b এবং c কোনোটাই কারো সমান নয় । a, b এবং c এর মধ্যকের সর্বনিম্ন মান কত হতে পারে ?
যেহেতু a, b এবং c পূর্ণসংখ্যা এবং মধ্যকের সর্বনিম্ন মান বের করতে হবে । কাজেই
ধরি, a= 1; b= 2 এবং c= 150-( 1+2 ) = 150 - 3 = 147
অর্থাৎ ক্রমানুসারে সংখ্যাগুলো হলো 1, 2, 147
∴ সর্বনিম্ন মধ্যক হতে পারে 2.