‘এমন দিনে তারে বলা যায়’ - এই বাক্যের নেতিবাচক রূপ হবে -
A এমন দিনে তারে বলা যায় না
B এমন দিনে তারে যায় না বলা
C এমন দিনে তারে বলা যায় কি?
D এমন দিনে তারে না বলে পারা যায় না
Solution
Correct Answer: Option D
- যে বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব, নিষেধ বা না-সূচক অর্থ বুঝায় তাকে নেতিবাচক বা নঞর্থক বাক্য বলে।
- যেমন: আমি ঢাকা যাব না।
- অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে বিশেষণ পদের বিপরীত শব্দ ব্যবহার করে এবং 'না করলেই নয়', 'না করে পারবো না', 'না নিয়ে পারে না' প্রভৃতি যোগ করে নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়।
যেমন:
- এমন দিনে তারে বলা যায় (অস্তিবাচক)।
- এমন দিনে তারে না বলে পারা যায় না (নেতিবাচক)।