Solution
Correct Answer: Option D
set back অর্থ কোন ব্যক্তি বা কোন কিছুর উন্নয়নকে বাধাগ্রস্থ করা । put off অর্থ খুলে ফেলা; স্থগিত করা কিন্তু এর আরেকটি অর্থ হলো নৌকা, ট্রেন ইত্যাদি যানের যাত্রা শুরু হওয়া । stay out অর্থ ঘরের বাইরে থাকা । keep off অর্থ দূরে থাকা; দূরে রাখা ।
বাক্যের অর্থঃ আশা করি আমাদের বনভোজনের জন্য আগামীকাল বৃষ্টি হবে না ।