বাংলা সাহিত্যে আবু সায়ীদ আইয়ূব এর অবদানের প্রধান ক্ষেত্র কোনটি?

A কাব্য সাহিত্য

B উপন্যাস

C নাটক

D প্রবন্ধ

Solution

Correct Answer: Option D

- আবু সয়ীদ আইয়ুব (১৯০৬-১৯৮২) রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধি।
- সাহিত্য চর্চাকে তিনি উন্নীত করে তুলেছেন তাঁর সূক্ষ্ম প্রবন্ধরচনার মাধ্যমে।
- আবু সয়ীদ আইয়ুব ১৯৬৯ সালে ‘রবীন্দ্র পুরস্কার’, ১৯৭০ সালে দিল্লির ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ এবং ১৯৭১ সালে বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেন।
- ১৯৮০ সালে টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বনিধি’ উপাধি প্রদান করে।
- ১৯৮২ সালের ২১ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।  

♦ তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- 'পথের শেষ কোথায় এবং পূর্বপ্রকাশিত কয়েকটি প্রবন্ধ: ১৯৩৪-৬৫' (১৯৭৭),
- 'আধুনিকতা ও রবীন্দ্রনাথ' (১৯৬৮),
- 'পান্থজনের সখা' (১৯৭৩) প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions