Solution
Correct Answer: Option B
সম্পদ থেকে মূলধন বিয়োগ করলে হয় দায়।
- সম্পদ হলো সব ধরনের সম্পত্তি যা একটি ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে রয়েছে। আর মূলধন হলো সম্পদের মধ্যে স্থায়ী সম্পত্তি যেমন ভবন, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি।
- সম্পদ থেকে মূলধন ক্রয় করা হলে তা হবে সম্পদ বিয়োগ এবং ব্যবসার জন্য এটি হবে দায় বা খরচ।
- লাভ, রেভিনিউ বা ইকুইটি হলো সম্পদের অংশ, যা মূলধন বিয়োগের ফলে কমে না।