- ডেটাবেসের গুরুত্বপূর্ণ বিষয় হলো - ফিল্ড হচ্ছে ডেটাবেসের একটা টেবিলে একটা নির্দিষ্ট ধরনের তথ্য রাখার জায়গা। ধরুন, একটা ছাত্রের তথ্য রাখছেন। সেখানে নাম, রোল নম্বর, ক্লাস - এগুলো সবই আলাদা আলাদা ফিল্ড - ফিল্ড ছাড়া ডেটাবেস ব্যবহার করা খুব কঠিন হত। সব তথ্য গোলমাল হয়ে থাকত। - ফিল্ড ব্যবহার করে আমরা সহজে তথ্য খুঁজতে পারি, নতুন তথ্য যোগ করতে পারি, আর পুরনো তথ্য বদলাতে পারি অন্যদিকে, ফর্মুলা: এটা স্প্রেডশীটে ব্যবহার করা হয়, ডেটাবেসের মূল জিনিস নয়। মেনু: এটা প্রোগ্রামের উপরের দিকে থাকে, ডেটাবেসের সাথে এর সরাসরি সম্পর্ক নেই। ওয়ার্কশীট: এটাও স্প্রেডশীটের জিনিস, ডেটাবেসের নয়।
- তাই, ডেটাবেসে ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ। এটা তথ্যকে সুন্দর করে সাজিয়ে রাখে আর ডেটাবেস ব্যবহার করা সহজ করে তোলে।
• F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে Function key বলা হয়।
• তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য Function key ব্যবহার করা হয়। • Function key ১২টি। Key : Function F1 : Help F2 : Renames Icon, File, Folder F3 : Open a Search feature F4 : Repeat last action F5 : Refresh page or document F6 : Move the cursor to the address bar F7 : Spell check and grammar F8 : Enter the windows startup menu F9 : Refresh a document F10 : Activate the menu bar F11 : Enter and Exit full screen mode in all modern internet browser F12 : Open the save as window.
- Facebook সামাজিক নেটওয়ার্কিং সাইট। - ২০০৪ সালে মার্ক জাকারবার্গ, ডাসটিন মস্কোভিচ ও হিউজেস মিলে এটি তৈরি করেন । - এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক হলো ০ এবং ১। - প্রতীক বা মৌলিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা number system বলা হয়। - যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সেটিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। - বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি প্রতীক ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
- স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। - কোনো টেক্সট ডকুমেন্ট বা ছবিকে এর সাহায্যে কম্পিউটারে নেওয়া যায়। - এরপর ইচ্ছেমতো সম্পাদনা করে নতুন রকমের ছবি তৈরি করা যায়। - এর সাহায্যে ফ্যাক্স বার্তাও পাঠানো যায়। - বর্তমানে প্রিন্টিং সুবিধাসম্পন্ন স্ক্যানার পাওয়া যাচ্ছে।
Wi-Fi শব্দটি Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ। Wi-Fi একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)তৈরি করা যায়। এর এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংবা সাধারণত ইনডোরের ক্ষেত্রে দূরত্ব ৩২ মিটার এবং আউটডোরের ক্ষেত্রে ৯৫-১০০ মিটারের মতো এলাকা জুড়ে হতে পারে।
-ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য: ১। ওয়াই-ফাই IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি।
- ই-মেইল ঠিকানা হল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয় । - ই-মেইল ঠিকানা '@' চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত । - @ চিহ্নের আগের অংশ User name এবং পরের অংশটি হল Domain name. - ১৯৭২ সালে ই-মেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্নটি ব্যবহৃত হয়। - পূর্ণাঙ্গ ই-মেইল এড্রেস - rasel@yahoo.com
- উত্তর হলো Power Point। এটি ডাটাবেজ প্রোগ্রাম নয়।
- Power Point হল মাইক্রোসফ্ট অফিস স্যুটের একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। - এর মূল কাজ হল স্লাইড শো তৈরি করা। - এটি ব্যবহার করে আমরা ছবি, টেক্সট, ভিডিও সহ নানা ধরনের তথ্য দিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন বানাতে পারি।
অন্যদিকে, Oracle, Fox Pro, এবং MS-Access - এগুলো সবই ডাটাবেজ প্রোগ্রাম। - এই প্রোগ্রামগুলো দিয়ে আমরা বড় পরিমাণে তথ্য সংরক্ষণ, সংগঠিত এবং ব্যবস্থাপনা করতে পারি।
Oracle: এটি একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS)। Fox Pro: এটিও একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যা মাইক্রোসফ্ট তৈরি করেছিল। MS-Access: মাইক্রোসফ্টের তৈরি একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যা ছোট থেকে মাঝারি আকারের ব্যবসার জন্য জনপ্রিয়।
তাই, Power Point ডাটা সংরক্ষণ বা ব্যবস্থাপনার জন্য ডিজাইন করা হয়নি, এটি শুধুমাত্র তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। এ কারণেই এটি ডাটাবেজ প্রোগ্রাম নয়।
- MS Word হল একটি ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার। - এটি অপারেটিং সিস্টেম নয়। - MS Word দিয়ে আমরা লেখা লিখি, ফরম্যাট করি, ডকুমেন্ট তৈরি করি। এটি মাইক্রোসফ্ট অফিস স্যুটের একটি অংশ।
- অপারেটিং সিস্টেম হল কম্পিউটার পরিচালনার মূল সফটওয়্যার। - এটি দুই ধরনের হয়:
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম: - এগুলো টেক্সট বা লেখার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। উদাহরণ: - Linux - Unix - MS-DOS - PC DOS - CP/M
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম: - এগুলো গ্রাফিক্স বা ছবির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। উদাহরণ: - Windows 95/98/Xp/2000/7 - Mac OS
প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলো (Windows 98, DOS, LINUX) সবই অপারেটিং সিস্টেম। Windows 98 হল চিত্রভিত্তিক, আর DOS এবং LINUX হল বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। তাই, MS Word অপারেটিং সিস্টেম নয়, এটি শুধুই একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা অপারেটিং সিস্টেমের উপর চলে।
- Call it a day বাক্যটির অর্থ হলো কোনো কাজ বা কার্যক্রম শেষ করা, বিশেষ করে যখন কেউ মনে করে যে সেই দিন বা সময়ে যথেষ্ট কাজ হয়েছে। এটি সাধারণত কাজের এক পর্যায়ে সমাপ্তি ঘটানোর জন্য ব্যবহৃত হয়। Example Sentence: - "I'm getting a bit tired now – let's call it a day." - বাংলা অর্থ: আমার এখন একটু ক্লান্ত লাগছে, চল আজকের কাজ এখানেই শেষ করি।
- Call it a day বলতে বোঝানো হয় যে, এই দিনের কাজ সম্পন্ন হয়েছে এবং আর কোনো কাজ না করে বিশ্রাম নেওয়া বা কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটি মূলত বিশ্রামের প্রয়োজন অনুভব করা বা কোনো পর্যায়ে এসে কাজ থামানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- Past Indefinite tense-এ থাকা shock যুক্ত active voice-কে passive voice-এ রূপান্তর করার নিয়ম: obj-কে sub + was/were + V3 + at + sub-কে object. - অর্থাৎ সঠিক passive form হচ্ছে: He was shocked at the news.
- Relative pronoun যদি subject হিসেবে ব্যবহৃত হয়, তবে এর পরবর্তী verb-টি relative pronoun এর antecedent এর number ও person অনুসারে হয়ে থাকে। - Relative pronoun এর ঠিক পূর্ববর্তী noun / pronoun-কে antecedent বলে। - প্রদত্ত বাক্যে who এর পূর্ববর্তী antecedent 'you' থাকায় শূন্যস্থানে are বসবে।
- 'কারো প্রতি ক্রুদ্ধ/রাগান্বিত' অর্থে angry এর সাথে preposition হিসেবে with ব্যবহৃত হয়। - He was angry with me for no reason- কোন কারণ ছাড়াই তিনি আমার প্রতি রাগান্বিত ছিলেন।
- It is time/It is high time-যুক্ত sentence এর structure হলো: It is high time + sub + verb এর past form + বাকি অংশ। - সুতরাং শূন্যস্থানে return এর past form হিসেবে returned বসবে।
- পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক। - এই দেশগুলোতে ভোট দেওয়া বাধ্যতামূলক: - আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সাইপ্রাস, ইকুয়েডর। - অস্ট্রেলিয়ায় ১৯২৪ সালে প্রথম কম্পলসারি ভোটের আইন চালু হয়।
- রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট বাগেরহাট জেলার রামপাল উপজেলায় পশুর নদীর তীরে অবস্থিত। - ২০১২ সালে এটি নির্মাণের লক্ষ্যে দুটি ৬৬০ ইউনিট নিয়ে মোট ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়। - প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পড়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. এর ওপর। - ৭ সেপ্টেম্বর, ২০২২ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিট-১ উদ্বোধন করেন ।
- বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলায় অবস্থিত। - ২ আগস্ট ২০২৩ সালে এই সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। - তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। - বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল। - উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। - নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র। - এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল। - ৭ অক্টোবর ২০২৩ সালে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। - তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের Rohani Baharin।
- বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি । যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।
- আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।
উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার'। - বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়। - বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। • ইংরেজি নাম : MUJIB: THE MAKING OF A NATION • পরিচালক : শ্যাম বেনেগাল • সহযোগী পরিচালক : দয়াল নিহালানি • প্রযোজনা কোম্পানি : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), ভারত । • পরিবেশক : জাজ মাল্টিমিডিয়া • মুক্তি : ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ) ও ২৭ অক্টোবর ২০২৩ (ভারতসহ বিশ্বব্যাপী) • দৈর্ঘ্য : ১৭৮ মিনিট
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। - ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করবে। - এটি ভূ-পৃষ্ঠ থেকে উপরে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। - এই স্যাটেলাইটের লাইফ টাইম -১৮ বছর।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।