একটি দেশে শ্রম, জমি বা মূলধনের সেবার জন্য প্রাপ্ত আয়ের সমষ্টিকে বলা হয়--
A গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
B গ্রস ডোমেস্টিক ইনকাম
C ন্যাশনাল ইনকাম
D গ্রস ন্যাশনাল ইনকাম
Solution
Correct Answer: Option A
- কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে সে সব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product - GDP) বলা হয়।
- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।