Solution
Correct Answer: Option A
- চর্যাপদের ভাষা মূলত বঙ্গকামরূপী অপভ্রংশ।
- তবে অপশনগুলোর মধ্যে ‘প্রাকৃত’ বা ‘সন্ধ্যাভাষা’ উত্তর হিসেবে দেওয়া থাকলে, ‘প্রাকৃত’ শব্দটি মূলে থাকে, কারণ বাংলা ভাষার উদ্ভবই হয়েছে প্রাকৃত ও অপভ্রংশ থেকে।
- চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা পাল আমলে রচিত হয়েছিল।
- পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে 'সান্ধ্য ভাষা' বা আলো-আঁধারির ভাষা বলেছেন।
- এই ভাষার অর্থ খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না; অর্থাৎ এর একটি বাহ্যিক অর্থ এবং একটি গূঢ় আধ্যাত্মিক অর্থ রয়েছে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা মূলত 'বঙ্গকামরূপী', যা প্রাকৃত ও অপভ্রংশের একটি রূপ।
- ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন।