In which play, the famous line “to be or not to be” appears?
Solution
Correct Answer: Option C
- উইলিয়াম শেকসপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি নাটক 'হ্যামলেট' (Hamlet)-এ এই বিখ্যাত উক্তিটি রয়েছে।
- নাটকে ডেনমার্কের যুবরাজ হ্যামলেট 'তৃতীয় অংক, প্রথম দৃশ্য' (Act 3, Scene 1) -এ এই বিখ্যাত স্বগতোক্তিটি (Soliloquy) করেন।
- এই উক্তিটির মাধ্যমে হ্যামলেট জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকট প্রকাশ করেন।
- 'হ্যামলেট' নাটকটি শেকসপিয়র কর্তৃক ১৬০০-১৬০১ সালের মধ্যে রচিত হয় বলে ধারণা করা হয়।
- শেকসপিয়রের অন্য বিখ্যাত ট্র্যাজেডিগুলোর মধ্যে রয়েছে ম্যাকবেথ, ওথেলো এবং কিং লিয়ার।