Solution
Correct Answer: Option C
- অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে, যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়।
- এ হরমোন শরীরে শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে।
- অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে ডায়াবেটিস বলে।