সমবায় অধিদপ্তর সহকারী ফিল্ড অপারেটর - ০৯.০৬.২০২৩ (50 টি প্রশ্ন )
আমরা জানি, 
I = Pnr/100
   = (1000 x 2 x 12.50)/100
   = 250 টাকা 
১ম রাশি, (a+b)2
          = (a+b)(a+b)
২য় রাশি, a2 - b2
          = (a+b)(a-b)

গ.সা.গু.=(a+b)
দেওয়া আছে, x + y = 6
xy = ?
এখানে, x = 1, 2, 3, 4, 5
কিংবা y = 1, 2, 3, 4, 5 বসালে x + y = 6 শর্ত সিদ্ধ করে।
এখন, x = 1, y = 5 হলে 1 x 5 = 5
        x = 2, y = 4 হলে 2 x 4 = 8
        x = 3, y = 3 হলে 3 × 3 = 9
.: x এর সর্বোচ্চ মান হবে = 3 x 3 = 9
[ 6/2 = 3 অর্থাৎ x ও y এর প্রত্যেকটির মান 3 নিলে xy এর সর্বোচ্চ মান পাওয়া যাবে।]
৩০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৫টি (৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭)। 
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন।
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না।
- একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়।
- যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
- সেহেতু একটি ত্রিভুজের সর্বোচ্চ ১টি স্থূলকোণ থাকতে পারে ।
দেওয়া আছে,
পুত্রের বর্তমান বয়স = ২০ বছর
.: ৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ২০ - ৫ = ১৫ বছর
তাহলে, ৫ বছর পূর্বে, পিতার বয়স ছিল = ৬০ - ১৫ বছর = ৪৫ বছর
অতএব, বর্তমানে পিতার বয়স = ৪৫ + ৫ = ৫০ বছর
- ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ লিটার =১০০০ মিলিলিটার
- ১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি
- ১ মাইল = ১৬০৯ মি.
১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার গড়= (১+৯৯)/২=৫০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
x ও y এর মানের সমষ্টি = ২ × ৯ = ১৮

দেওয়া আছে
z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ১৮  + ১২ = ৩০
x, y এবং z এর মানের গড় = ৩০/৩ = ১০
এখানে, বৃত্তটির ব্যাসার্ধ r = ৭ ইঞ্চি 
বৃত্তটির পরিধি = ২πr
                 = ২ x (২২/৭) x  [যেখানে,π=২২/৭]
                 = ৪৪ ইঞ্চি
x2 + 2xy এর সাথে  -2xy যোগ করে পাই, 
= x2 + 2xy +(-2xy)
= x2 + 2xy -2xy
= xযা পূর্ণবর্গ সংখ্যা 

- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট।
- ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম।


- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে ১৯৬৪ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) প্রতিষ্ঠিত হয়।
- ফিলিস্তিনের একমাত্র রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে ১৯৭৪ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে স্বীকৃতি পায়।
- এছাড়া একই বছরের নভেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ PLO কে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন করে।
- ১৯৮০ সালে জাতিসংঘ PLO প্রধান ইয়াসির আরাফাতকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- তখন থেকেই তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছে।


- মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরা, দেশের সামরিক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও ধারণ করার জন্য ১৯৮৭ সালে ঢাকার মিরপুরে সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
- পরবর্তীতে ১৯৯৯ সালে সামরিক জাদুঘরটি বিজয় সরণিতে স্থানান্তর করা হয়।
- সামরিক জাদুঘরকে আধুনিকায়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন উদ্যোগ গ্রহণ করে।
- ২০১০ সালে একটি আধুনিকায়ন কমিটি গঠিত হয়।
- উক্ত কমিটি জাদুঘরটিকে একটি বিশ্বমানের জাদুঘর হিসেবে পুনঃনির্মাণ এবং ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর' নামকরণের সুপারিশ করে।
- ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এটির পুনঃনির্মাণ শেষ হলে ৬ জানুয়ারি, ২০২২ সালে উদ্বোধন করা হয় ।
- ১৪ সেপ্টেম্বর ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মালদ্বীপের আবদুল্লহা শহীদ।
- তিনি প্রথম ব্যাক্তি হিসাবে মালদ্বীপের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন,
হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি।
- জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১ বছরের জন্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ভাই-প্রেসিডেন্ট পদ ২১টি। 
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- এ সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
- অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
- উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি) ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম কামারুজ্জামান।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে।
- মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে।
- ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রবর্তনের পর ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ না থাকায় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয় যার মুখ্যমন্ত্রী (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ) নির্বাচিত হন শেরে বাংলা একে ফজলুল হক।
-তিনি ১৯৩৮ সালে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের তদন্তে 'ক্লাউড কমিশন' গঠন বঙ্গীয় ' চাষী খাতক আইন প্রণয়ন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করেন।তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেন ।মুসলিম নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন ইডেন কলেজ ।
-মোহাম্মদ আলীর সাথে মতানৈক্যর ফলে তিনি ১৯৪১ সালে ড শ্যামাপ্রসাদের সাথে দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন যা শ্যামা -হোক মন্ত্রিসভা' নামে পরিচিত।
-এ মন্ত্রিসভার পতন হলে খাজা নাজিমউদ্দীনের নেতৃত্বে 'মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করেন।
-১৯৪৬ সালের আবুল হাসেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ জয়লাভ করে ।
-এ বছরই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মন্ত্রীসভা গঠিত হয় ।
-হোসেন শহীদ সোহরাওয়ার্দীই ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী 
-দেশভাগের পর ১৯৫৪ সালের সোহরাওয়ার্দী পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন, এবং
-১৯৫৬ সালে তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ।
- সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮-১৩৫২) খ্রিষ্টাব্দ । তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০-১৫৬৫) খ্রিস্টাব্দ
- মুঘল আমলের মধ্যেভাগে ঢাকা শহরের গোড়াপত্তন শুরু হয়। 
- ১৫৭৬ সালে সম্রাট আকবর বাংলা জয় করে এর নাম দেন সুবা বাংলা। এই সময় বাংলায় বারো ভূঁইয়াদের আগমন ঘটে। 
- সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্ত ভাবে বারো ভূঁইয়াদের দমন করে ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। 
- এর পরে ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় বাংলার রাজধানী করে ঢাকা।
- কলকাতা শহরের গোড়াপত্তন হয় ১৬৯০ সালে।

- দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত।
- এ জেলায় বাংলাদেশের সেরা লিচু উৎপন্ন হয়।
- এ জেলায় বিভিন্ন জাতের লিচু উৎপন্ন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- মাদ্রাজী, বোম্বাই, বেদানা ও চায়না-৩।


- বাংলাদেশের কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি উপজেলা আছে, মোট ১৭ টি।
- ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা রয়েছে।
- চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলা রয়েছে।
- যশোর জেলার ৮ টি উপজেলা রয়েছে।
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
আজ সোমবার, ১০ জুন ২০২৪ বাংলা সনের- ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ২৫ এপ্রিল-২৬ জুন ১৯৪৫ সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এর সম্মেলনে মিলিত হন ।
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে গৃহীত হয় 'জাতিসংঘ সনদ' ।
- সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন ।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। 


- Imperative sentence যুক্ত active voice-কে passive voice-এ রূপান্তর করার নিয়ম: Let + sub + be + v3 + বাকি অংশ।
- অর্থাৎ সঠিক passive form- Let it be done
- Apex (সর্বোচ্চ চূড়া) এর antonym হচ্ছে bottom (তলদেশ)।
- Pinnacle(সর্বোচ্চ সীমা;
- concord(মিল);
- clear(স্বচ্ছ)। 
- Good at বলতে কোন কিছুতে দক্ষ বোঝায়।
- এখানে শূন্যস্থানে at preposition বসবে।
- She is good at English : সে ইংরেজিতে দক্ষ। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কতকগুলো noun এর মাঝের vowel এবং consonant পরিবর্তন করে plural করতে হয় ।
- যেমন: dormouse -dormice , louse - lice ,mouse - mice .
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0