Solution
Correct Answer: Option A
*প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮) চলাকালে এবং এর পরপরই একে "The Great War" নামে ডাকা হত। কারণ সেই সময় এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যাপক যুদ্ধ, এবং তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি, তাই এটি "প্রথম বিশ্বযুদ্ধ" নামে পরিচিতি পায়নি। পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন এটিকে "First World War" বলা শুরু হয়।