What's the term for animals that maintain a constant body temperature?
Solution
Correct Answer: Option C
- যেসব প্রাণী পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিজেদের শরীরের তাপমাত্রা পরিবর্তন না করে স্থির বা ধ্রুবক রাখতে পারে, তাদেরকে এন্ডোথার্ম (Endotherms) বা উষ্ণরক্তী প্রাণী বলা হয়।
- এন্ডোথার্মরা তাদের বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ তাপ উৎপন্ন এবং নিয়ন্ত্রণ করে।
- পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা (যেমন মানুষ) এই শ্রেণীর অন্তর্ভুক্ত।
- অন্যদিকে, যেসব প্রাণী পরিবেশের তাপমাত্রার সাথে নিজেদের শরীরের তাপমাত্রা পরিবর্তন করে, তাদেরকে এক্টোথার্ম (Ectotherms) বা শীতলরক্তী প্রাণী বলা হয় (যেমন সাপ ও মাছ)।
- সাওলা (Saola), ভাকুইটা (Vaquita) এবং গণ্ডার (Rhinoceros) হলো নির্দিষ্ট কিছু প্রাণীর নাম, কিন্তু প্রাণীর ধরণ বা শ্রেণীর নাম নয়।