Which of the following is a logical operator?
Solution
Correct Answer: Option B
- প্রদত্ত প্রশ্নটি কম্পিউটার প্রোগ্রামিং-এর লজিক্যাল অপারেটর বিষয় সম্পর্কিত।
- কম্পিউটার প্রোগ্রামিং-এ '&&' (AND) একটি লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহৃত হয়।
- এটি মূলত দুটি শর্ত একই সাথে সত্য কি না তা যাচাই করার জন্য ব্যবহৃত হয়।
- পক্ষান্তরে '+' এবং '-' হলো অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর যা যোগ ও বিয়োগের কাজে লাগে।
- এবং '=' হলো অ্যাসাইনমেন্ট অপারেটর যা কোনো চলক বা ভেরিয়েবলে মান নির্ধারণ করতে ব্যবহৃত হয়।