Which of the following is not a guided media?
Solution
Correct Answer: Option C
- ডেটা বা তথ্য আদান-প্রদানের মাধ্যমকে Guided Media (তারযুক্ত বা গাইডেড) এবং Unguided Media (তারবিহীন বা আনগাইডেড) এই দুই ভাগে ভাগ করা হয়।
- Guided Media বা তারযুক্ত মাধ্যমে ডেটা একটি নির্দিষ্ট ভৌত পথ বা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। যেমন: Twisted pair cable, Coaxial cable এবং Optical fiber।
- Unguided Media বা তারবিহীন মাধ্যমে ডেটা কোনো তার ছাড়াই ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের আকারে বায়ু বা শূন্যস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। যেমন: Radio waves, Microwaves এবং Infrared।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপটিক্যাল ফাইবার, কো-এক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার হলো গাইডেড মিডিয়া, কারণ এগুলো তার ব্যবহার করে।
- কিন্তু Radio waves (রেডিও ওয়েভ) হলো আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়া, কারণ এটি তারের পরিবর্তে তরঙ্গের মাধ্যমে ডেটা পাঠায়।