রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
A উপাদান
B দৈর্ঘ্য
C তড়িৎ প্রবাহ
D প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
Solution
Correct Answer: Option C
- ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় এর অভ্যন্তরের অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এদের গতি বাধাগ্রস্ত হয় এবং তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহীর এই ধর্মকে রোধ বলে।
- রোধের (SI) একক হলো ও'ম।
- একে বড় হরফের ওমেগা দ্বারা প্রকাশ করা হয়।