পরিবার পরিকল্পনা অধিদপ্তর (পরিবার কল্যান পরিদরশিকা) - ১৮.০২.২০২৩ (70 টি প্রশ্ন )
কোন সুষ্ম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ ২৪º হলে এর বাহুর সংখ্যা হবে = ৩৬০º/২৪º = ১৫ টি 
এখানে, ১, ২, ৩, ৪, ৫, ৬ হলো ৬ টি অংক।
অংকগুলো প্রতিটি একবার নিয়ে ৪ অংকের ভিন্ন সংখ্যা হবে = P টি
= ৬!/(৬-৪)!
=৬!/২!
=৬.৫.৪.৩.২.১/২.১
=৩৬০
এখানে , 
২/৩× ৩/৫ ⇒ ১০> ৯
∴৩/৫ ভগ্নাংশটি ২/৩ অপেক্ষ ছোট
মনে করি, সমান বাহুদ্ব্যের দৈর্ঘ্য x সে.মি.
তাহলে, পীথাগোরাসের সূত্রের সাহায্যে পাই,
x2+x2 = 122 
⇒x2 =72
এখন, ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
                                  = ১/২ × x ×x 
                                 = ১/২ ×  x2
                                   =৩৬ বর্গ সে. মি.  
অতিরিক্ত ৩ জন সহ মোট লোক = ৯+৩ = ১২ জন
৯ জনে কাজটি করতে পারে ১২ দিনে
১ জনে কাজটি করতে পারে ৯×১২ দিনে
∴১২ জনে কাজটি করতে পারে ৯×১২ / ১২ দিনে = ৯ দিন 
১ম রাশি = x3-2x2

= x2(x-2)

২য় রাশি = x2-4
=x2 - 22

=(x+2)(x-2)

৩য় রাশি = xy-2y
=y(x-2)
∴গ.সা.গু = x-2
9x2-9x-4
=9x2+3x-12x-4
=3x(3x+1)-4(3x+1)
=(3x+1)(3x-4)


দেওয়া আছে, x-y = 10
xy=30
∴x3-y3= (x-y)3+3xy(x+y)
=103+3.30.10
=1000+900 = 1900
দেওয়া আছে, 
x-1/x = 5
∴ (x+1/x)2 = (x+1/x)+4.x.1/x
                 = 52 + 4
                 =25+4
                 = 29

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমরা জানি , 
ab= (a+b/2)2-(a-b/2)2
= (a+b)2/4 - (a-b)2/4
দেওয়া আছে, দৈর্ঘ ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার
∴বাক্সের আয়তন = দৈর্ঘ × প্রস্থ  × উচ্চতা 
=২ × ১.৫ × ১
= ৩ ঘন মি.
দৌড়বিদ ১ চক্করে যায় ৪০০ মিটার
দৌড়বিদ ২৪ চক্করে যায় ২৪ ×৪০০ মিটার = ৯৬০০ মিটার = ৯.৬ কি.মি.
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১০৫০ টাকার ৮%
=১০৫০ × ৮/১০০
= ৮৪ টাকা
আমরা জানি,
I = Pnr 
⇒Pnr = I 
⇒P = I/nr
= 2550/ (6 × (17/2×100))
= 2550 × 2× 100/ 6× 17
=5000 Taka
- ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ২৫ মার্চ রাত ১২ টার পরপরই (অর্থাৎ ২৬ মার্চ) পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু টি.এন্ড.টি ও ই.পি.আর (বর্তমানে বিজিবি) এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন। এ ঘোষণাটি ছিল ইংরেজিতে।
- আর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম.এ. হান্নান ২৬ মার্চ আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করেন।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তান হানাদার বাহিনী এই জেলা থেকে পালিয়ে যায় ।
খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী]
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
∴ বর্তমানে (২০২১) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা খাতুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যদের হাতে তিনি সপরিবারে শহিদ হন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মেশিনের (যান্ত্রিক) ভাষা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিনের ভাষায় ০ ও ১ এই দুটি বাইনারি অঙ্ক ব্যবহার করা হয়। কম্পিউটার একমাত্র মেশিনের ভাষাই বুঝতে পারে, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে।
সম্রাট আকবর বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ' চালু করেন। ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়। সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজী বাংলা সন প্রবর্তন করেন। বাংলা সন চালু করার ব্যাপারে সম্রাট আকবর ১৫৮৪ সালে নির্দেশনা জারি করেন। তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ থেকে। কারণ ঐদিনটি ছিল আকবরের সিংহাসনে আরোহণের তারিখ।
-অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে, যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়।
-এ হরমোন শরীরে শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে।
-অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে ডায়াবেটিস বলে

-ভাইরাস ঘটিত রোগ:  জন্ডিস, গুটি বসন্ত, হাম, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু,পোলিও,এইডস,জলাতঙ্ক, নিপাহ, ইবোলা,ডেঙ্গু করোনা।


-ব্যাকটেরিয়া ঘটিত রোগ: নিউমোনিয়া, ডিপথেরিয়া, টাইফয়েড, যক্ষ্মা, গনোরিয়া, কলেরা, রক্ত আমাশয় ও প্লেগ।

 

শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ রুবেলা। এটি রুবেলা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। গর্ভধারণের প্রথম তিন মাসে যদি মা রুবেলা ভাইরাসে আক্রান্ত হন, তবে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণের ঝুঁকি থাকে।
ভিটামিন বি-৯, যার রাসায়নিক নাম ফলিক এসিড এটি গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে এবং অনাগত শিশুর জন্মগত ত্রুটি কমে যায়। কিন্তু এর অভাব হলে শিশুর ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়।

অন্যদিকে,
- ভিটামিন বি-১২ এর অভাবে রক্তস্বল্পতা দেখা দেয়।
- বি-২ এর অভাবে জিহ্বা, মুখ ও ঠোটের কোণে ঘা হয় এবং ত্বক খসখসে হয়।
- বি-১ এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- বি-৬ এর অভাবে খাওয়ার অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা দেয়।
এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়। এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়। অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়। আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৯৪৮ সাল থেকে এ দিনটি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
সিনকোনা গাছের বাকল থেকে কুইনাইন তৈরি হয়। এটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। পেরু ও বলিভিয়ার আদিবাসীরা প্রথম সিনকোনা গাছের ঔষধি গুণ আবিষ্কার করে ।
যে রোগ একজন থেকে অন্য জনে ছড়ায় তাকে সংক্রামক রোগ বলে। এইডস একটি সংক্রামক রোগ। AIDS-এ আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এক সময় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে HIV ভাইরাস সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। এছাড়া সংক্রমিত ব্যক্তির রক্ত, বীর্য, লালা ও অশ্রুর মাধ্যমে AIDS সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পেনিসিলিন এক ধরনের এন্টিবায়োটিক, যা পেনিসিলিয়াম ছত্রাক থেকে আবিষ্কৃত হয়। ২৮ সেপ্টেম্বর, ১৯২৮ সালে অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। আর ১৯৪২ সালে মানুষের শরীরের উপযোগী হিসেবে পেনিসিলিন তৈরি করেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ প্রাণ রসায়নবিদ আর্নেস্ট চেইন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0