পরিবার পরিকল্পনা অধিদপ্তর (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা) - ২৬.১১.২০২২ (99 টি প্রশ্ন )
- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম 'অক্সানোমিটার '
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ পরিমাপক ক্যালোরিমিটার(calorimeter) 
- রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম 'স্ফিগমোম্যানোমিটার'
- তাপ পরিমাপক যন্ত্রের নাম 'ক্যালরিমিটার '
- পটোমিটার ব্যবহার করা হয় একটি উদ্ভিদের ট্রান্সপিরেশন রেট পরিমাপ করার জন্য।


সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
বাজারে প্রচলিত অনেক গাইড বইয়ে এটার উত্তর 'গামা' দেওয়া আছে যা ভুল। আমরা জানি 'গামা' একটা তেজস্ক্রিয় রশ্মি যেটা উচ্চ পারমাণবিকসংখ্যা ও উচ্চ পারমাণবিক ভরসংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়।  রঙিন টেলিভিশন Cathode Ray Tube ব্যবহিত হয়, এই Cathode Ray Tube হতে মানব দেহের জন্য ক্ষতিকর মৃদু রঞ্জন রশ্মি তৈরি হয়।  ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ Cathode Ray Tube থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। 
- পারকিনসন রোগ মানবদেহের মস্তিষ্কে হয়। সাধারণত এ রোগ হয় ৫০ বছর বয়সের পরে।
- পারকিনসন রোগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক প্রকার দীর্ঘমেয়াদি অধপতনজনিত রোগ।এর ফলে রোগির নড়াচড়ার ক্ষমতা শ্লথ হয়ে যায় এবং বিশ্রামরত অবস্থায়ও হাত-পা কাপতে থাকে এবং পেশিসমূহ অনড় ও দুর্বল হয়।
জীবিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি বা বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি , প্রকৃতি , বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচনা করা হয় সে শাখাকে বংশগতিবিদ্যা বা জীবতত্ত্ব ( জেনেটিক্স) বলে ।

-গ্রেগর ইয়োহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন।  তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।

-১৮৫৬ থেকে ১৮৬৩ সাল পর্যন্ত মেন্ডেল প্রায় ২৯ হাজার মটরশুঁটির ওপর পরীক্ষা চালান। অশেষ শ্রম ও সাধনার বলে তিনি বংশগতির দুটি সূত্র (পৃথকীকরণ সূত্র ও স্বাধীনভাবে সঞ্চারণ সূত্র) আবিষ্কার করেন, যা পরবর্তী সময়ে মেন্ডেলের বংশগতির সূত্র নামে পরিচিত।
সমস্ত লৌহঘটিত ধাতুর মতো, দস্তা বাতাস এবং জলের সংস্পর্শে এলে ক্ষয় হয়। অপশগুলোর মধ্যে দস্তা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। দস্তা একটি মৌলিক পদার্থ যার প্রতীক Zn এবং পারমাণবিক সংখ্যা ৩০। এর পারমাণবিক ভর ৬৫.৩৮।
 ডায়াবেটিস রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় । যখন খাবার নিয়ন্ত্রণ বা ওষুধের মাধ্যমে এই মাত্রাকে নিয়ন্ত্রণে আনা যায় না তখন ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিতে হয় । ইনসুলিন একটি প্রোটিনধর্মী হরমোন । ইনসুলিন দেহের প্রয়োজনে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । গুরুত্বপূর্ণ এই হরমোনটি তৈরি হয় দেহের প্যানক্রিয়াস নামের অঙ্গে । বাংলায় প্যানক্রিয়াস কি বলে অগ্ন্যশয় ।
৫০,০০০ টাকার ১ বছরের সুদ = ২০০০ টাকা 
∴ ১ টাকার ১বছরের সুদ = ২০০০/৫০০০০ টাকা 
∴ ১০০ টাকার ১বছরের সুদ = (২০০০ × ১০০)/৫০০০০ টাকা 
                                = ৪ টাকা 
ত্রিভুজের কয়েকটি উপপাদ্যঃ 
- ত্রিভুজের ভূমির বিপরীত দিকের বিন্দুর নাম হল শীর্ষবিন্দু।
- ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান।
- ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান।
- কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তার পরিসীমার সমান।
- কোন ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-কোনো বৃত্তের স্পর্শক তাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ব্যাসার্ধ স্পর্শকটির উপর লম্ব হয়। 
-বৃত্তেরস্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে π/2 বা ৯০ ডিগ্রী কোণ উৎপন্ন করে।

বৃত্তের ব্যাসার্ধ r = 28 cm
বৃত্তের ক্ষেত্রফল = πr= (22/7) × (28)2
= (22/7) × 784
= 2464

∴ অর্ধবৃত্তের ক্ষেত্রফল = 2464/2 = 1232 sq cm
একটি কণিককে একটি সমতল ক্ষেত্র দ্বারা যদি এমনভাবে ছেদ করানো হয় যাতে ফলাফল হিসেবে একটি বদ্ধ বক্রের জন্ম হয় তাহলে উক্ত বদ্ধ বক্রটিকে বলে উপবৃত্ত (ইংরেজি: Ellipse)। এটি এক ধরনের সমতল বক্র। বৃত্ত একটি বিশেষ ধরনের উপবৃত্ত। ছেদক সমতল ক্ষেত্রটি যদি কণিকের অক্ষের সাথে সমকোণ তৈরি করে তাহলে উৎপন্ন বদ্ধ বক্রের নামই বৃত্ত।
প্রদত্ত সমীকরণটি,
3x2 + 4y2 = 12
⇒ 3x2/12 + 4y2/12 = 1  [উভয়পক্ষকে 12 দ্বারা ভাগ]
⇒ x2/4 + y2/3 = 1
⇒ (x2/22)+ {y2/(√3)2} = 1, যা একটি উপবৃত্তের সমীকরণ।
এখানে θ = 30° হলে শুধু সমীকরনের মান শূন্য হবে। 
cos30° - sin(2 ×30°)
=cos30° - sin60°
= (√3/2) - (√3/2)
=(√3 - √3)/2
= 0/2
= 0
10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11,13,17,19
মোট ফলাফল পাওয়ার সম্ভবনা = 4টি। 

10 থেকে 20 পর্যন্ত সংখ্যা = 11টি 
নির্ণেয় সম্ভাবনা = 4/11

এখানে, ১ম পদ a = 8
সাধারণ অন্তর d = (13 - 8) = 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
= 8 + (n - 1)5
= 8 + 5n - 5
= 5n + 3


আমরা জানি,
সমানুপাতের ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
⇒ 2 × ৪র্থ রাশি = 5 × 6
⇒ ৪র্থ রাশি = (30/2)
∴ ৪র্থ রাশি = 15
4x + 4 = 32
⇒ (22)x + 4 = 25
⇒ 22x + 8 = 25
⇒ 2x + 8 = 5
⇒ 2x = 5 - 8
⇒ 2x = - 3
∴ x = - 3/2
দেওয়া আছ,
cos45° = √3A
⇒ 1/√2 =√3A
⇒ A = (1/√2) × (1/√3)
∴ A = 1/√6
৩% অনুপস্থিতির হার হলে ছাত্র সংখ্যা = ১৩৫ জন।
১% অনুপস্থিতির হার হলে ছাত্র সংখ্যা = ১৩৫/৩ জন।
১০০% অনুপস্থিতির হার হলে ছাত্র সংখ্যা = (১০০ × ১৩৫)/৩ জন
= ৪৫০০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

একটি সংখ্যা ৩x হলে অপর সংখ্যাটি হবে ৩x X (২/৩) = ২x

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু X ল.সা.গু

∴ ৩x X ২x = ১৪ X ৮৪
⇒ ৬x = ১৪ X ৮৪
⇒ x = ১৪ X ১৪
∴ x = ১৪

তাই ছোট সংখ্যাটি হবে ২ X ১৪ = ২৮


দেওয়া আছে,
x - 1/x = 1

আমরা জানি,
x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 13 + 3 × 1
= 1 + 3
= 4


(xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p 
= (xp - q)p + q. (xq - r)q + r . (xr - p)r + p
= x(p - q)(p + q). x(q - r)(q + r) . x(r - p)(r + p)
=xp2 - q2 . xq2 - r2.xr2 - p2 
=xp2 - q+ q2 - r2+r2 - p2
= x0
= 1


মোট আয় = x

now,

x/2 - x/3 = (3x - 2x)/6 = 5000

x/6 = 5000

x = 30,000


সমষ্টি =(শেষ পদ + ১ম পদ )/২× পদ সংখ্যা
           =(৯৯+১)/২×৯৯
           =১০০/২×৯৯
           =৫০×৯৯
           =৪৯৫০
এখানে,
৮১ × ৮১ = ৬৫৬১ 
প্রদত্ত সংখ্যা = ৬৫৫৯
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬৫৬১ - ৬৫৫৩) = ২
‘মনপুরা’ - ৭০ ' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম । ১৯৭৪ সালে তিনি জননন্দিত এ শিল্পকর্মটি অঙ্কন করেন । এছাড়াও তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ – চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি ।
বাংলাদেশের রাষ্ট্রপতি হলে শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি ও রাষ্ট্রপ্রধান। বিদেশি দূতগণ প্রথম তার কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতি শপথ করানঃ
- প্রধানমন্ত্রী
- মন্ত্রী গনকে
- উপমন্ত্রী দেরকে
- প্রতিমন্ত্রী দের।
- স্পীকার।
- ডেপুটি স্পিকার
- প্রধান বিচারপতি কে
বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংবিধানের ৬৫(৩) নং অনুচ্ছেদে সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পূর্বের ৩০ টি থেকে ৪৫ টিতে উন্নীত করে তা ১০ বছরের জন্য সংরক্ষিত বিধান রাখা হয়। এবং ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫০ টি করা হয়। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0