বাংলাদেশ ডাক বিভাগ (মেইল অপারেটর) - ২৭.০৫.২০২৩ (70 টি প্রশ্ন )
‘famous = বিখ্যাত
antonyms = obscure ,unknown
synonyms =eminent ,prominent
illiterate= নিরক্ষর
obscure= অখ্যাত
immature= অপূর্ণাঙ্গ
literate =শিক্ষিত
কোন সময়কাল পর্যন্ত /অবধি বুঝাতে till/untill ব্যবহৃত হয়। 
- শুদ্ধ বানান: Humorous (রসাত্মক)। 
- এটি এমন কিছুকে বোঝায় যা হাসি বা হালকা মনের প্রতিক্রিয়া প্রকাশ করে।
- এটি একজন ব্যক্তি, কৌতুক, গল্প বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা বিনোদনের জন্য।
- এটির রচিয়তা হল Christopher Marlowe।
- গ্রিক পুরাণ অনুসারে হেলেন হল জিউস ও লেডার কন্যা এবং স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী।
- হেলেন সাধারণত ট্রয়ের হেলেন নামে বিশেষ পরিচিত।
তার সাহিত্যকর্মঃ
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great
- Dido, 
- Queen of Carthage” 
- Edward II
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড  নোবেল তার উইলকৃত অর্থ থেকে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়ে যান।
- তবে পরবর্তীতে ১৯৬৮ সালে প্রবর্তন করে ১৯৬৯ সালে প্রথম 'অর্থনীতি বিষয়টিতেও পুরস্কার প্রদান করা হয় ।
- বর্তমানে তাই নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে -সাহিত্যে ,পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, অরথনীতি, চিকিৎসাবিজ্ঞান ও শান্তি ।
- ভবিষ্যতের দুটি কাজ যদি before দ্বারা যুক্ত হয় তাহলে before এর পূর্বে future perfect এবং পরে present indefinite বসে ।
- She will have finished the job before he comes =সে আসার পূর্বেই মেয়েটি কাজটা শেষ করবে ।
'Once in a blue moon' phrase টির অর্থ কদাচিৎ (very rarely).
'viva voce' (মৌখিক ভাবে) যার অর্থ- Orally.
Maiden Speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যদের প্রথম ভাষণ। Phrase টির অর্থ প্রকাশ পায় first speech দ্বারা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ‘কোন কিছুর সাথে তুলনা করা' অর্থে compared এর সাথে preposition হিসেবে to বসে।
- He is compared to a lion- তাকে সিংহের সাথে তুলনা করা হয় ।
- Imperialism, the Highest Stage of Capitalism ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ-উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরূপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই ।
- বইটি কার্ল মার্কসের Das kapital -এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা । 
- লাইনটি নেয়া হয়েছে The Rime of the Ancient Mariner থেকে নেয়া হয়েছে। 
- এটি রচনা করেছেন S.T Coleridge। 
- তিনি রোমান্টিক যুগের কবি। 
- তার পুরো নাম Samuel Taylor Coleridge .
- তাকে Poet of Supernaturalism  ও বলা হয় ।
- তার উল্লেখযোগ্য কবিতা হল - Frost Midnight, Dejection:An Ode, Kubla Khan, The Eolian Harp .
Present continuous tense এ থাকা who যুক্ত interrogative sentence কে passive করার নিয়ম: By whom + am/is/are + sub + being + v3+ ? অর্থাৎ সঠিক passive form: By whom am I being called?
- Crime and Punishment হচ্ছে phyco-epic.
- এটি লিখেছেন Fyodor Dostoevsky. 
- Fyodor Dostoevsky হচ্ছে একটি Russian novelist, short story writer, essayist, journalist.
Circle = বৃত্ত(noun) এটির adjective circular.
circulate=verb
circulation=noun
"Lingua Franca " হচ্ছে একটি phrase । যার অর্থ 'সাধারণ ভাষা বা মিশ্র ভাষা'। বহু ভাষাভাষী অঞ্চলে এ ভাষাটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ।
Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- সুতরাং, প্রদত্ত sentence এ 'an' বসবে।
Black sheep (কুলাংগার) phrase-টির অর্থ হল Wicked man.
- ‘কোনো প্রস্তাবে একমত হওয়া' অর্থে agree এর পরে preposition হিসেবে to বসে এবং 'কোনো ব্যক্তির সাথে একমত হওয়া' অর্থে agree এর পরে with বসে।
- I agree to your proposal - আমি তোমার প্রস্তাবে একমত পোষণ করছি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'Call to mind' phrase টির বাংলা স্মরণ করা ( remember)।
- fantacize ( fantasize) অর্থ উদ্ভট কল্পনা করা।
- attend অর্থ উপস্থিত হওয়া। 
- request অর্থ অনুরোধ করা।
সংখ্যাটি= (৩০১ + ৩৮১)/২ = ৩৪১
১ম রাশি, x + y
২য় রাশি, x - y 
৩য় রাশি, x2 - y2= (x + y)(x - y)
অতএব, গ.সা.গু = 1
আমরা জানি একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
তিন কোণের সমষ্টি ২৮০° হলে অপর কোণ হবে = (৩৬০ - ২৮০)° = ৮০°
৯০° এর সম্পূরক কোণ = ১৮০° - ৯০° = ৯০°
৯০ডিগ্রী এর চেয়ে ছোট কোণকে সুক্ষ্মকোণ বলে। 
দেয়া আছে, x + 1/x = 4
এখন,
x2 + 1/x2
= (x + 1/x)2 - 2 . x . 1/x
= 42 - 2
= 16 - 2
= 14

∴ x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2 . x2 . 1/x2
= 142 - 2
= 196 - 2
= 194
আমরা জানি,
2(x²+y²)
= (x+y)²+(x-y)²
= 8²+ 6²
= 64+36
= 100

x²+y²= 100/2
         = 50
  {(x + y)/x} + {(x - y)/y} - {(x 2 - y 2 )/xy}
= y(x + y) + x(x - y) - (x 2 - y 2 )/xy 
= (xy + y 2 + x 2 - xy - x 2 + y 2 )/xy 
= 2y 2 /xy 
= 2y/x

ক্রয়মূল্য =(৮০+২০) টাকা
           =১০০ টাকা

যেহেতু লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের উপর নির্ভর করে ।
১০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
শতকরা ২০ টাকা ক্ষতি হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শুধু বাংলায় পাস করে = (৬০ - ৪০)% 
                           = ২০% 
 
শুধু গণিতে পাস করে = (৫০ - ৪০)% 
                           = ১০%
 
 বাংলা, গণিত এবং উভয় বিষয়ে পাস করে = (২০ + ১০ + ৪০)% 
                                                   = ৭০% 
∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৭০)% 
                               = ৩০% 
 
৩০ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
১ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০/৩০ জন 
৬০জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ × ৬০/৩০ জন 
                                             = ২০০ জন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0