- শুদ্ধ বানান: Humorous (রসাত্মক)। - এটি এমন কিছুকে বোঝায় যা হাসি বা হালকা মনের প্রতিক্রিয়া প্রকাশ করে। - এটি একজন ব্যক্তি, কৌতুক, গল্প বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা বিনোদনের জন্য।
- এটির রচিয়তা হল Christopher Marlowe। - গ্রিক পুরাণ অনুসারে হেলেন হল জিউস ও লেডার কন্যা এবং স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী। - হেলেন সাধারণত ট্রয়ের হেলেন নামে বিশেষ পরিচিত। তার সাহিত্যকর্মঃ - Doctor Faustus, - The Jew of Malta, - Tamburlaine the Great - Dido, - Queen of Carthage” - Edward II
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল তার উইলকৃত অর্থ থেকে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়ে যান। - তবে পরবর্তীতে ১৯৬৮ সালে প্রবর্তন করে ১৯৬৯ সালে প্রথম 'অর্থনীতি বিষয়টিতেও পুরস্কার প্রদান করা হয় । - বর্তমানে তাই নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে -সাহিত্যে ,পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, অরথনীতি, চিকিৎসাবিজ্ঞান ও শান্তি ।
- ভবিষ্যতের দুটি কাজ যদি before দ্বারা যুক্ত হয় তাহলে before এর পূর্বে future perfect এবং পরে present indefinite বসে । - She will have finished the job before he comes =সে আসার পূর্বেই মেয়েটি কাজটা শেষ করবে ।
- Imperialism, the Highest Stage of Capitalism ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ-উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরূপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই । - বইটি কার্ল মার্কসের Das kapital -এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা ।
- লাইনটি নেয়া হয়েছে The Rime of the Ancient Mariner থেকে নেয়া হয়েছে। - এটি রচনা করেছেন S.T Coleridge। - তিনি রোমান্টিক যুগের কবি। - তার পুরো নাম Samuel Taylor Coleridge . - তাকে Poet of Supernaturalism ও বলা হয় । - তার উল্লেখযোগ্য কবিতা হল - Frost Midnight, Dejection:An Ode, Kubla Khan, The Eolian Harp .
Present continuous tense এ থাকা who যুক্ত interrogative sentence কে passive করার নিয়ম: By whom + am/is/are + sub + being + v3+ ? অর্থাৎ সঠিক passive form: By whom am I being called?
- Crime and Punishment হচ্ছে phyco-epic. - এটি লিখেছেন Fyodor Dostoevsky. - Fyodor Dostoevsky হচ্ছে একটি Russian novelist, short story writer, essayist, journalist.
Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়। • Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)। • Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. - সুতরাং, প্রদত্ত sentence এ 'an' বসবে।
- ‘কোনো প্রস্তাবে একমত হওয়া' অর্থে agree এর পরে preposition হিসেবে to বসে এবং 'কোনো ব্যক্তির সাথে একমত হওয়া' অর্থে agree এর পরে with বসে। - I agree to your proposal - আমি তোমার প্রস্তাবে একমত পোষণ করছি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- 'Call to mind' phrase টির বাংলা স্মরণ করা ( remember)। - fantacize ( fantasize) অর্থ উদ্ভট কল্পনা করা। - attend অর্থ উপস্থিত হওয়া। - request অর্থ অনুরোধ করা।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।