আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?

A প্লাঙ্ক

B নিউটন

C হাইগেন

D আইনস্টাইন

Solution

Correct Answer: Option A

- ১৯০০ সালে জার্মান পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্ক (Max Planck) সর্বপ্রথম কোয়ান্টাম তত্ত্বের ধারণা প্রদান করেন।
- এই তত্ত্ব অনুসারে, কোনো উৎস থেকে আলো বা বিকিরিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বের না হয়ে এক প্রকার শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়।
- শক্তির এই এক একটি প্যাকেট বা গুচ্ছকেই তিনি কোয়ান্টাম বা ফোটন নামে অভিহিত করেন।
- কোয়ান্টাম তত্ত্বের এই যুগান্তকারী ধারণার জন্যই ম্যাক্স প্লাঙ্ককে ‘আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম জনক’ বলা হয় এবং ১৯১৮ সালে তিনি নোবেল পুরস্কার পান।
- পরবর্তীকালে ১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেই আলোর আলোক-তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট (Photoelectric effect) ব্যাখ্যা করেন এবং এর জন্য ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- আলোর কণাতত্ত্বের প্রবক্তা ছিলেন স্যার আইজ্যাক নিউটন এবং আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা ছিলেন হাইগেনস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions