Solution
Correct Answer: Option A
- ১৯০০ সালে জার্মান পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্ক (Max Planck) সর্বপ্রথম কোয়ান্টাম তত্ত্বের ধারণা প্রদান করেন।
- এই তত্ত্ব অনুসারে, কোনো উৎস থেকে আলো বা বিকিরিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বের না হয়ে এক প্রকার শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়।
- শক্তির এই এক একটি প্যাকেট বা গুচ্ছকেই তিনি কোয়ান্টাম বা ফোটন নামে অভিহিত করেন।
- কোয়ান্টাম তত্ত্বের এই যুগান্তকারী ধারণার জন্যই ম্যাক্স প্লাঙ্ককে ‘আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম জনক’ বলা হয় এবং ১৯১৮ সালে তিনি নোবেল পুরস্কার পান।
- পরবর্তীকালে ১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেই আলোর আলোক-তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট (Photoelectric effect) ব্যাখ্যা করেন এবং এর জন্য ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- আলোর কণাতত্ত্বের প্রবক্তা ছিলেন স্যার আইজ্যাক নিউটন এবং আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা ছিলেন হাইগেনস।