ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার (২৯.০৭.২০১৬) (61 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে - নারি, নারী বানানগুলো শুদ্ধ। 
অন্যদিকে,
- হাতি, জাতি ও দাদি বানানগুলো শুদ্ধ হলেও হাতী, জাতী ও দাদী বানানগুলো অশুদ্ধ।
i
ব্যাখ্যা (Explanation):
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তার বিখ্যাত রচনা "শ্রীকান্ত" -তে দেখা যায় তিনি নিয়মিত 'রাজলক্ষী' নামের এক বাঈজির আসরে যাতায়ত করতেন। বন্ধুদের অনুরোধে তিনি বহুদিনের জন্য সঙ্গীতের আসরে অংশগ্রহন করতে চলে আসতেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
complex sentence এ who ,which , that ,what ইত্যাদি relative pronoun দ্বারা দুটি clause যুক্ত থাকে । প্রদত্ত বাক্যে I know এবং his name is হল দুটি clause যা what দ্বারা যুক্ত রয়েছে । সুতরাং বাক্যটি complex .
i
ব্যাখ্যা (Explanation):
এখানে 'will' এবং 'is going to' grammatically সঠিক কিন্তু context এর সাথে 'will' অসঙ্গতিপুর্ণ যখন দৃশ্যমান কোন বস্তুর উপর ভিত্তি করে ভবিষ্যবানী করা হয় তখন 'is going to' হল more preferable, অর্থাৎ কোন কিছু হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে , কেউ কোন কিছু করতে যাচ্ছে বোঝাতে be going to ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
Gallows, innings, mathematics, economics, news, physics, optics ইত্যাদি দেখতে Plural মনে হলেও
i
ব্যাখ্যা (Explanation):

"I had a talk to him lately." is incorrect grammar. "I had a talk with him recently" is correct. In these phrases, the verb is had, and "a talk" is a noun (the object). Therefore the prepositional phrase needs to be a state "with him", not "to him" which is an action. You could say "I talked to him recently", where the verb "talk" is an action verb. In these examples, "lately" sounds unnatural to me and I would use "recently" instead.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- Reported speech- যদি universal truth বা চিরন্তন সত্য কোনো উদ্ধৃতি থাকে তবে তা indirect speech এ অপরিবর্তিত থাকে।
- প্রদত্ত বাক্যটি কোনো advice বা উপদেশ নয়।
- এটি একটি Remark উদ্ধৃতি যা চিরন্তন সত্য।
- সুতরাং সঠিক উত্তর (C)।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ প্রদত্ত বাক্যটি একটি Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য) এবং এতে 'Please' শব্দটি ব্যবহারের মাধ্যমে বিনয়ের সাথে 'অনুরোধ' করা বোঝাচ্ছে।
⇒ নিয়ম অনুযায়ী, Active Voice-এ 'Please' বা 'Kindly' থাকলে Passive করার সময় এদের পরিবর্তে বাক্যের শুরুতে 'You are requested to' বসে।
⇒ এরপর মূল Verb থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন ছাড়াই বসে যায় (যেহেতু 'to'-এর পর verb-এর base form বসে)।
⇒ Option (A) এবং (C) ভুল কারণ সেখানে 'for' এবং 'told' ব্যবহার করা হয়েছে যা অনুরোধের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
⇒ Option (D) ভুল কারণ 'told' সাধারণত আদেশ বা সাধারণ নির্দেশের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অনুরোধের ক্ষেত্রে নয়। তাই সঠিক উত্তর (B)।
i
ব্যাখ্যা (Explanation):
can not help/could not help+verb+ing হয়
i
ব্যাখ্যা (Explanation):
- 'Blue blood' একটি ইংরেজি ইডিয়ম (Idiom) বা প্রবচন।
- এর আক্ষরিক গ্রহণ না করে আলঙ্কারিক অর্থ গ্রহণ করতে হবে।
- সামাজিকভাবে যারা খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহৃত হয়।
- তাই 'Blue blood'-এর অর্থ হলো অভিজাত বংশীয় বা ভদ্র ঘরের সন্তান
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘aristocratic birth’ অর্থ হলো অভিজাত বংশ।
- সুতরাং, সঠিক উত্তর হবে aristocratic birth
i
ব্যাখ্যা (Explanation):
(100 − 4) = 96
(184 − 4) = 180

এখন প্রশ্নটা দাঁড়ায়:
৯৬ ও ১৮০–এর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়?

অর্থাৎ আমাদের বের করতে হবে: ৯৬ ও ১৮০–এর গ.সা.গু 
96 = 2 × 2 × 2 × 2 × 2 × 3 = 2⁵ × 3
180 = 2 × 2 × 3 × 3 × 5 = 2² × 3² × 5

গ.সা.গু : 2² × 3 = 4 × 3 = 12

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0