বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা) -২০১৯ (100 টি প্রশ্ন )






-শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা।
-এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত।
-এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং
-এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন।
এলিসি প্রাসাদ হল ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। প্রাসাদটি ১৭১৮ সালে একটি ব্যক্তিগত প্রাসাদ হিসাবে নির্মিত হয়েছিল এবং বছরের পর বছর ধরে বেশ কয়েকটি সংস্কার এবং সম্প্রসারণ হয়েছে। এটি ১৭২২ সালে রাজা লুই XV দ্বারা ক্রয় করা হয়েছিল এবং তারপর থেকে, এটি ফরাসি রাষ্ট্রপ্রধানের সরকারী বাসভবন হিসাবে কাজ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



১০৫%= ৩২৫৫ 
১০০%= (৩২৫৫ × ১০০)/১০৫= ৩১০০ জন





ইন্দো-চীন উপদ্বীপের দক্ষিণ চীন সাগরে উপকূলীয় দেশ ভিয়েতনাম পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিল।
-দেশটির রাজধানী হ্যানয়।
-হো-চি-মিন কে ভিয়েতনামের জাতির জনক বলা হয়।
-তার উপাধি আংকেল হো।
-তার নামে কৃত হো চি মিন সিটি ভিয়েতনামের বৃহত্তম নগরী।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
Prodigal=অপব্যয়ী
Strange =অদ্ভুত
Amity =বন্ধুত্ব
Peculiar =অদ্ভুত
Thrifty =মিতব্যয়ী





গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত হয়েছে নাগরিকদের জন্য মৌলিক অধিকারসমূহ । যা ২৬- ৪৭ক পর্যন্ত অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। 
৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে "চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা । 
এখানে ২ টি বিষয় আছে। 
 ১- চিন্তা ও বিবেকের স্বাধীনতা, 
 ২-ক-বাক বা ভাব প্রকাশের স্বাধীনতা, খ- সংবাদপত্রের স্বাধীনতা।


To end in smoke--to burned; hence, to be destroyed or ruined; figuratively, to come to nothing.

End in smoke - ব্যর্থতায় পর্যবসিত হওয়া অর্থাৎ Come to nothing



-বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) হিসেবে ঘোষণা করা হয়েছে । 
-এ পর্যন্ত দেশের 13টি এলাকাকে পরিবেশগত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে । 
-যেমন : সুন্দরবন, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, সেন্টমার্টিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, বুড়িগঙ্গা নদী ইত্যাদি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0