যদি ১০ জন লোক ৭ দিনে একটি কাজের অর্ধেক সম্পন্ন করতে পারে, তবে ঐ কাজটি ৫ দিনে সম্পন্ন করতে কতজন লোকের প্রয়োজন হবে?

A    ৬ জন

B    ১২ জন

C    ২৬ জন

D    ২৮ জন

Solution

Correct Answer: Option D

 

১/২ কাজ করে ৭ দিনে ১ বা সম্পূর্ণ কাজ করে ৭x২=১৪ দিনে কাজটি ১৪ দিনে সম্পন্ন করতে পারে ১০ জন কাজটি  ১ দিনে সম্পন্ন করতে পারে ১০x১৪ জন কাজটি ৫ দিনে সম্পন্ন করতে পারে ১০x১৪/৫ জন=২৮ জন

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions