Solution
Correct Answer: Option D
- ১৯২৮ সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
- এটি পেনিসিলিয়াম (Penicillium) নামক ছত্রাক থেকে তৈরি এক প্রকার অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবায়োটিক।
- পেনিসিলিন আবিষ্কারের ঘটনাটি ছিল একটি আকস্মিক দুর্ঘটনা, যেখানে একটি পেট্রি ডিশে ছত্রাক জন্মানোর ফলে আশেপাশের ব্যাকটেরিয়া মারা যায়।
- এটি মানব ইতিহাসের প্রথম অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ইনফেকশন সারাতে ব্যবহৃত হয়।
- ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকেন (peptidoglycan) সংশ্লেষণ বা তৈরি হওয়া বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে।