বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সিনিয়র ইন্সট্রাক্টর - ১৭.০৯.২০২১ (69 টি প্রশ্ন )
- প্রমথ চৌধুরী(১৮৬৮-১৯৪৬) সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন জমিদার।
- তার ছদ্মনাম 'বীরবল' ।
- প্রমথ চৌধুরী কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন।
- তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্সসহ বিএ (১৮৮৯) এবং ইংরেজিতে এমএ (১৮৯০) পাস করেন 

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান লিখিত, যা ১১টি ভাগে বিভক্ত এবং এর অনুচ্ছেদ ১৫৩।
- এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়।
- ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
- 'চোখের বালি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিকমূলক সামাজিক উপন্যাস।
- 'মানসী', 'সোনার তরী' এবং 'গীতাঞ্জলী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য। 
সঠিক বানান- Maintenance (রক্ষণাবেক্ষণ)

- কোন বাক্যে একাধিক principal clause যদি and, but, or, yet, else ইত্যাদি co -ordinating conjunction দ্বারা যুক্ত হয় তাহলে তাকে compound sentence বলে।
যেমনঃ
Do or die.
I went to college and met him.


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদরদপ্তরঃ
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন(ECE),
- আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO),
- বিশ্ব আবহাওয়া সংস্থা(WMO),
- বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO),
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO),
- বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO),
- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন(UNHCR),
- UNCTAD,
- ইন্টার- পার্লামেন্টারি ইউনিয়ন(IPU),
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম(WEF),
- বিশ্ব হার্ট ফাউন্ডেশন(WHF), প্রভৃতি।
• World Wide Web (WWW)-কে সংক্ষেপে ওয়েব বলা হয়।
• WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা Web Page.
• এই Web Page পরিদর্শন করাকে Web Browsing বলে।
• ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাস লি এটি উদ্ভাবন করেন।
• প্রথম Web browser- World Wide Web (WWW) যা ১৯৯০ সালে টিম বার্নার্স লি তৈরি করেন যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়।

- কথাশিল্পী সেলিনা হোসেন রচিত উপন্যাস 'নীল ময়ূরের যৌবন'। এই উপন্যাসের নায়ক চর্যাপদের কবি কাহ্নপা।

তাঁর রচিত প্রবন্ধ:
- নির্ভয় করো হে 
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- মানুষটি,
- নারীর রূপকথা,

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- যাপিত জীবন
- ভালোবাসা প্রীতিলতা
- ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ‘ঠেঙ্গার চর’ ও ‘জালিয়ার চর’ এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর।
- বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি.মি.)।
• Gerund: Gerund হল এমন একটি Noun যা Verb এর শেষে -ing যুক্ত করে তৈরী করা হয় । একে Verbal Noun ও বলে।

• Participle: যে Verb গঠন করতে কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য ছাড়াই Verb এর রূপ পরিবর্তন করা যায় সেটাই Participle। একটি বাক্যে Participle সাধারণত Verb এবং Adjective এর ন্যায় কাজ করে।

• participle এবং gerund উভয়তেই মূল verb এর সাথে ing যুক্ত হয় ।

• উভয়ই Verb এর কাজ করে, কিন্তু Participle শুধু Adjective এর কাজ করে এবং Gerund শুধু Noun এর কাজ করে .

• বাক্যের barking শব্দটি dog এর সাথে adjective রূপে ব্যবহৃত হয়েছে । 

• অপশনে participle না থাকলে উত্তর হবে adjective ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'Of late' (সম্প্রতি/সাম্প্রতিক সময়ে)
'Long ago' (অনেক আগে)
'Occasionally' (মাঝে মাঝে)
'Long since' (দীর্ঘদিন ধরে)
- পৃথিবীর বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।
- বিভিন্ন এককে এই চাপের মান নির্ধারণ করা হয়।
সবচেয়ে প্রচলিত কয়েকটি একক হল:
- পাস্কাল (Pa): এটি SI একক। এক বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 101325 পাস্কালের সমান।
- মিলিমিটার পারদ (mmHg): এক বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 760 মিলিমিটার পারদের সমান।
- কেজি প্রতি বর্গমিটার (kg/m²): এটিও চাপ মাপার একটি একক। এক বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 101325 নিউটন প্রতি বর্গমিটারের সমান।
- নিউটনকে ভর এবং ত্বরণের গুণফল হিসেবে ধরে (F = ma) এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ ত্বরণকে 9.81 m/s² ধরে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপকে প্রায় 10332.3 kg/m² হিসেবে পাচ্ছি। অর্থাৎ, প্রায় 1.033 কেজি/সে.মি.²
• will - মূল বাক্য Positive থাকলে Question Tag Positive হতে পারে না.

• "will" এর Negative form হল "won't"

• সুতরাং, সঠিক উত্তর: He will come, won't he?
- "Remind" ক্রিয়াপদের সাথে সঠিক Preposition হল "of"।

- এটি একটি Fixed Preposition।

- "Remind" এর ক্ষেত্রে Structure হল: remind (কাউকে মনে করিয়ে দেওয়া) + somebody + of + something
Personal Pronouns এর ক্রম :
3rd person (he/she/they)
2nd person (you)
1st person (I/we)

- এই ক্রমটি মনে রাখা জরুরি।

- এখানে 3rd person (he) প্রথমে, তারপর 2nd person (you) এবং সবশেষে 1st person (I)
- এই ক্রমটি grammatically সঠিক
• বাংলা ব্যাকারণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি , যথা--ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব।
• রূপতত্ত্বের আলোচ্য বিষয়--ক্রিয়ার কাল, কারক, লিঙ্গ,উপসর্গ,প্রত্যয়,সমাস,বচন ইত্যাদি। 
• ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়--ণত্ব ও যত্ব বিধান, সন্ধি,ধ্বনি পরিবর্তন ইত্যাদি।
•  বাক্যতত্ত্বের আলোচ্য বিষ্য--বাক্যর গঠন প্রণালী, বীড়াম বা জটী চিহ্ন, বাগধারা ইত্যাদি।

‘মজলুম আদিব’ ছদ্মনামে কবি শামসুর রাহমান ‘বন্দী শিবির থেকে’ (১৯৭২) কাব্যগ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ সময়ে রচিত। গ্রন্থটি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গ করা হয়। মোট ৩৮ টি কবিতা রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্যঃ ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ’স্বাধীনতা তুমি’।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- আমি অনাহারী,
- রৌদ্র করোটিতে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- এক ধরনের অহংকার,
- শূন্যতার শোকসভা,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- ইকারুসের আকাশ,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে।

তাঁর রচিত উপন্যাসঃ
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- অক্টোপাস,
- এলো সে অবেলায়।
-১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র বিদেশি ওলন্দাজ-অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম এস ওডারল্যান্ড বীরপ্রতীক। 
-তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।
-বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্রত্যক্ষভাবে অংশ নেয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। 
-তিনিই একমাত্র বিদেশী এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। 
-১৯৭০ সালের শেষ দিকে ওডারল্যান্ড ঢাকায় বাটা স্যু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেদারল্যান্ডস থেকে প্রথম ঢাকায় আসেন।

Inorrecct: He know him to be honest.

Correct: He knows him to be honest.

Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এর ক্ষেত্রে verb এর সাথে s বা es যুক্ত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0