Solution
Correct Answer: Option D
- ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি জন কিটসকে ‘The poet of beauty’ বলা হয়।
- তিনি বিশ্বাস করতেন যে সত্যই সুন্দর এবং সুন্দরই সত্য, যা তার 'Ode on a Grecian Urn' কবিতার বিখ্যাত উক্তি "Beauty is truth, truth beauty"–এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।
- তার কবিতাগুলোতে প্রকৃতির সৌন্দর্য, শিল্পের নান্দনিকতা এবং ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির অপূর্ব সমন্বয় দেখা যায়।
- মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করা এই মহান কবির বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে 'Ode to a Nightingale', 'To Autumn', এবং 'Isabella'।
- অন্যদিকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ‘Poet of Nature’ এবং জন মিলটনকে ‘Epic Poet’ হিসেবে অভিহিত করা হয়।