কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: Arithmetic Logic Unit (ALU), Control Unit ও Register.
যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নয় তাদেরকে Non-Scheduled বা অ-তফসিলি ব্যাংক বলে। অ-তফসিলি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি মেনে চলে না। কয়েকটি Non-Scheduled ব্যাংক হলো: - পল্লী সঞ্চয় ব্যাংক, - কর্মসংস্থান ব্যাংক, - গ্রামীণ ব্যাংক ও - আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংক হলো বিশেষায়িত তফসিলি ব্যাংক।
রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ ‘পথ্য প্রদান (১৮২৩)।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা গ্রন্থ: ‘বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫), ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫), ‘ভাষা ও সাহিত্য' (১৯৩১), ‘বাংলা ব্যাকরণ (১৯৫৮), ‘বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)।
-বর্তমান কালের আগেই যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। -যেমন: প্রদীপ নিভে গেল। প্রদত্ত বাক্যে 'গেল' ক্রিয়ার মাধ্যমে কাজের সমাপ্তি আগেই ঘটে গেছে।
নাউরু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই, তবে দেশটির সরকারি অফিসসমূহ ইয়ারেন শহরে অবস্থিত।
অন্যদিকে, সুইজারল্যান্ড, ইথিওপিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজধানী যথাক্রমে- বার্ন, আদ্দিস আবাবা, পিয়ংইয়ং ও সিউল।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
'All that glitters is not gold' উক্তিটি William Shakespeare এর নাটক The Merchant of Venice থেকে চয়ন করা হয়েছে। উক্তিটি নাটকের Act-II, Scene - 7 থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছেন Morocco এর Prince. এই নাটকের প্রধান চরিত্র Portia কে বিয়ের জন্য Prince কে তিনটি বাক্সের মধ্যে একটি বাক্স নির্ধারণ করতে বলা হলে মরক্কোর যুবরাজ উক্তিটি করেন।
মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দির একজন
কবি ও সাহিত্যিক। বাংলা সাহিত্যের পাশাপাশি Visions
of Past (কবিতা) এবং The Captive Lady (কাব্যগ্রন্থ)
নামে দুটি ইংরেজি গ্রন্থ রচনা করেন।
১০.০০ থেকে ১১.৩০ পর্যন্ত সময় = ১.৩০ ঘণ্টা দেওয়া আছে, প্রতি ৩০ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা ২ গুণ হয় এখন, ১০.০০ এ ব্যাকটেরিয়া ৩,০০,০০০ হলে ১০.৩০ এ ব্যাকটেরিয়া ৬,০০,০০০ ১১.০০ এ ব্যাকটেরিয়া ১২,০০,০০০ ১১.৩০ এ ব্যাকটেরিয়া ২৪,০০,০০০
দেওয়া আছে, ৩ জনের গড় বয়স = ২৪ বছর ∴৩ জনের মোট বয়স = ২৪ × ৩ = ৭২ বছর আবার, ২ জনের প্রত্যেকের বয়স ২১ বছর হলে মোট বয়স = ২১ × ২ = ৪২ বছর ∴১ জনের সর্বোচ্চ বয়স = ৭২ - ৪২ = ৩০ বছর
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।