গ্রামীন ব্যাংক( শিক্ষানাবিশ কেন্দ্র ব্যবস্থাপক) -১৭.০২.২০২৩ (30 টি প্রশ্ন )
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: Arithmetic Logic Unit (ALU), Control Unit ও Register.

 কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে। অপশন অনুযায়ী সবচেয়ে বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন একক হলো পেটাবাইট।

-১০২৪ বাইট:১ কিলোবাইট

-১০২৪ কিলোবাইট:১ মেগাবাইট

-১০২৪ মেগাবাইট:১ গিগাবাইট

-১০২৪ গিগাবাইট:১ টেরাবাইট

-১০২৪ টেরাবাইট:১ পেটাবাইট

 

-সত্যেন্দ্রনাথ দত্ত: ছন্দের জাদুকর
-জসীমউদ্দীন: পল্লীকবি
-কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী কবি
-সমর সেন: আধুনিক যুগের নাগরিক কবি
যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নয় তাদেরকে Non-Scheduled বা অ-তফসিলি ব্যাংক বলে। অ-তফসিলি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি মেনে চলে না। কয়েকটি Non-Scheduled ব্যাংক হলো:
- পল্লী সঞ্চয় ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক ও
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংক হলো বিশেষায়িত তফসিলি ব্যাংক।
রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ ‘পথ্য প্রদান (১৮২৩)।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা গ্রন্থ: ‘বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫), ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫), ‘ভাষা ও সাহিত্য' (১৯৩১), ‘বাংলা ব্যাকরণ (১৯৫৮), ‘বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)।
বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর নারায়ণগঞ্জে। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু।
এই-যে হিয়া থরথর
কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো
ক্ষমা করো প্রভু।
এই দীনতা ক্ষমা করো প্রভু,
পিছন-পানে তাকাই যদি কভু।
দিনের তাপে রৌদ্রজ্বালায়
শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো
ক্ষমা করো প্রভু।
(রবীন্দ্র সংগীত)

-বর্তমান কালের আগেই যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল।
-যেমন: প্রদীপ নিভে গেল। প্রদত্ত বাক্যে 'গেল' ক্রিয়ার মাধ্যমে কাজের সমাপ্তি আগেই ঘটে গেছে।
নাউরু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই, তবে দেশটির সরকারি অফিসসমূহ ইয়ারেন শহরে অবস্থিত।

অন্যদিকে, সুইজারল্যান্ড, ইথিওপিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজধানী যথাক্রমে- বার্ন, আদ্দিস আবাবা, পিয়ংইয়ং ও সিউল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

'Run at' phrasal verb-টির অর্থ আক্রমণ করা। The dog is running at the fox- কুকুরটি শেয়ালের উপর আক্রমণ করছে।
Utopia (স্বর্গরাজ্য) বলতে এমন এক কাল্পনিক রাজ্যকে বুঝায় যেখানে নিখুঁত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান ।
Put out অর্থ নিভানো ।সুতরাং বাতিটি নিভাও এর ইংরেজি হল Put out the lamp.
Hold water ( ধোপে টেকা/ টিকে থাকা) idiom- টির অর্থ- bear examination.
'All that glitters is not gold' উক্তিটি William Shakespeare এর নাটক The Merchant of Venice থেকে চয়ন করা হয়েছে। উক্তিটি নাটকের Act-II, Scene - 7 থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছেন Morocco এর Prince. এই নাটকের প্রধান চরিত্র Portia কে বিয়ের জন্য Prince কে তিনটি বাক্সের মধ্যে একটি বাক্স নির্ধারণ করতে বলা হলে মরক্কোর যুবরাজ উক্তিটি করেন।
‘কোনো কথায় অটল থাকা/প্রতিশ্রুতি রাখা' অর্থে true এর পরে preposition হিসেবে to বসে। The man is true to his word- লোকটি তার কথায় অটল।
Equivocal (দ্ব্যর্থবোধক) এর antonym হচ্ছে unambiguous (দ্ব্যর্থহীন)।
কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে preposition হিসেবে the বসে। Are you attending the reception today?- আপনি কি আজকে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন?
Warrior (সৈনিক/যোদ্ধা) অর্থ- soldier. Sailor নাবিক; pirate- জলদস্যু; spy- গুপ্তচর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দির একজন কবি ও সাহিত্যিক। বাংলা সাহিত্যের পাশাপাশি Visions of Past (কবিতা) এবং The Captive Lady (কাব্যগ্রন্থ) নামে দুটি ইংরেজি গ্রন্থ রচনা করেন।
মনে করি, 
করিমের বেতন = ৭x টাকা
এবং, রহিমের বেতন = ৫x টাকা
প্রশ্নমতে, ৭x - ৫x = ৪০০
⇒২x = ৪০০
⇒x = ২০০
∴ রহিমের বেতন = ৫ × ২০০ = ১০০০ টাকা


সংখ্যাটি = ৮২০+৬৫০/২ = ১৪৭০/২ = ৭৩৫
আমরা জানি , 
১+২+৩+...............+n = n(n+১)/২
১+২+৩+...............+১০০ = ১০০(১০০+১)/২
=১০০×১০১/২
=৫০৫০
১ টির ক্রয়মূল্য = ১০/৫ = ২ টাকা 
আবার, ১ টির বিক্রয়মূল্য = ১৫/৬ = ৫/২ টাকা 
∴লাভ = ৫/২-২ = ৫-৪/২ = ১/২ টাকা
∴শতকরা লাভ = (১/২)/২ × ১০০% = ১/৪ × ১০০% = ২৫%
১০.০০ থেকে ১১.৩০ পর্যন্ত সময় = ১.৩০ ঘণ্টা
দেওয়া আছে, প্রতি ৩০ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা ২ গুণ হয়
এখন, ১০.০০ এ ব্যাকটেরিয়া ৩,০০,০০০ হলে
১০.৩০ এ ব্যাকটেরিয়া ৬,০০,০০০
১১.০০ এ ব্যাকটেরিয়া ১২,০০,০০০
১১.৩০ এ ব্যাকটেরিয়া ২৪,০০,০০০
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১০ ঘণ্টা কাজের জন্য মজুরী পায় = ১ম ৮ ঘণ্টা + পরবর্তী ২ ঘণ্টা 
=(৮×১০)+(২×১৫)
=৮০+৩০
=১১০ টাকা
∴ঘণ্টা প্রতি গড় মজুরি = ১১০/১০ = ১১ টাকা
দেওয়া আছে, ৩ জনের গড় বয়স = ২৪ বছর
∴৩ জনের মোট বয়স = ২৪ × ৩ = ৭২ বছর
আবার, 
২ জনের প্রত্যেকের বয়স ২১ বছর হলে মোট বয়স = ২১ × ২ = ৪২ বছর
∴১ জনের সর্বোচ্চ বয়স = ৭২ - ৪২ = ৩০ বছর
x=12 হলে,
x-3=12-3 = 9
(x-7)(x-9) = (12-7)(12-9) = 5.3 = 15
(x-7)(x-8) = (12-7)(12-8) = 5.4 = 20
(x-5) (x-3) = (12-5)(12-3) = 7.9 = 63 যা সর্বোচ্চ। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
y/x-x/y = y2 - x2 / xy
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0