পরমাণুর সবচেয়ে হালকা কণিকা-

A নিউট্রন

B ইলেকট্রন

C প্রোটন

D সবগুলোর সমান ওজন

Solution

Correct Answer: Option B

- ইলেকট্রন পরমাণুর সবচেয়ে হালকা উপাদান, যার ভর প্রায় ৯.১১ × ১০⁻³১ কিলোগ্রাম।

- প্রোটন এবং নিউট্রন এর ভর ইলেকট্রনের থেকে প্রায় ১৮৩৬ গুণ বেশি।

- প্রোটন ও নিউট্রনের ওজন প্রায় সমান, কিন্তু ইলেকট্রনের ওজন উভয়ের তুলনায় অনেক কম।

- অতএব, পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হলো ইলেকট্রন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions