Solution
Correct Answer: Option B
1. ওহমের সূত্র (Ohm's Law) কারেন্ট (I), ভোল্টেজ (V) এবং রেজিস্ট্যান্স (R) এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
2. ওহমের সূত্রের গাণিতিক রূপ: V = IR
- যেখানে, V = ভোল্টেজ (Volt)
- I = কারেন্ট (Ampere)
- R = রেজিস্ট্যান্স (Ohm)