Correct Answer: Option A
কোনো পরিবাহীর রোধ (Resistance) তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের (Cross-sectional Area) ব্যস্তানুপাতিক। এর মানে হলো, যদি পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস পায়, তবে তার রোধ বৃদ্ধি পাবে।
সূত্রটি হলো:
R = ρ * (L / A)
এখানে,
R = রোধ
ρ (rho) = পরিবাহীর উপাদানের রোধাঙ্ক (Resistivity)
L = পরিবাহীর দৈর্ঘ্য
A = পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
এই সূত্র অনুযায়ী, R এবং A পরস্পর ব্যস্তানুপাতিক (R ∝ 1/A)। তাই, A কমলে R বাড়বে।
সুতরাং, যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস পায়, তবে সেটির রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions