পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option D
1. পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য:
- পরিবাহী পদার্থে অনেক সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে
- এই মুক্ত ইলেকট্রনগুলো সহজেই চলাচল করতে পারে
- তাই পরিবাহী পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ সহজে প্রবাহিত হয়
2. উদাহরণ:
- তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতব পরিবাহী
- এদের প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 1028 টি মুক্ত ইলেকট্রন থাকে
3. তুলনামূলক বিশ্লেষণ:
- অপরিবাহীতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা নগণ্য
- অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা পরিবাহীর চেয়ে অনেক কম
এই বিপুল সংখ্যক মুক্ত ইলেকট্রনের কারণেই পরিবাহী পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ সহজে প্রবাহিত হয়।