পঞ্চাশের মন্বন্তর উপলক্ষে সুকান্ত ভট্টাচার্য্য কোন সাহিত্য সংকলন সম্পাদনা করেন?
A ছাড়পত্র
B হরতাল
C অভিযান
D আকাল
Solution
Correct Answer: Option D
- ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ বা পঞ্চাশের মন্বন্তর উপলক্ষে সুকান্ত ভট্টাচার্য 'আকাল' (১৯৪৪) নামক একটি কাব্য সংকলন সম্পাদনা করেন। - ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দুর্ভিক্ষের মর্মান্তিক চিত্র তুলে ধরতে 'ফ্যাসিবিরোধী লেখক ও শিল্পী সঙ্ঘ'-এর উদ্যোগে এটি প্রকাশিত হয়। - সুভাষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি এই সংকলনটি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন।
• জেনে রাখা ভালো: - সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁকে 'কিশোর কবি' বলা হয়। - তাঁর 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি মৃত্যুর কয়েকদিন আগে প্রকাশিত হয়। - তাঁর পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions