প্রতি একক ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য উৎপাদিত ফ্লাক্সকে বলে চুম্বক পাথর-
A পারমিয়্যাবিলিটি
B পারমিয়্যান্স
C ফিল্ড ইনটেনসিটি
D রিলেটিভ পারমিয়্যাবিলিটি
Solution
Correct Answer: Option B
প্রতি একক ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, তাকে চুম্বক পাথর বা পারমিয়্যান্স (Permeance) বলে। এটি বৈদ্যুতিক বর্তনীতে কন্ডাকট্যান্সের মত কাজ করে এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে উপাদানের ফ্লাক্স বহনের ক্ষমতা প্রকাশ করে।