হিসটেরেসিস লস নির্ভর করে-
A পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির উপর
B সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির উপর
C পদার্থের আকার-আকৃতির উপর
D উপরোক্ত সব ক'টির উপর
Solution
Correct Answer: Option D
হিসটেরেসিস লস তিনটি প্রধান কারকের উপর নির্ভরশীল:
- পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের ফ্রিকুয়েন্সি (f) বাড়লে হিসটেরেসিস লস বাড়ে কারণ প্রতি সেকেন্ডে চৌম্বক ডোমেইনের পুনর্বিন্যাস বেশিবার ঘটে;
- সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি বাড়লে হিসটেরেসিস লুপের ক্ষেত্রফল বাড়ে যা ক্ষতি বাড়ায়; এবং
- পদার্থের আকার-আকৃতি (ভলিউম) বৃদ্ধি পেলে মোট হিসটেরেসিস ক্ষতি বাড়ে কারণ বেশি পরিমাণ পদার্থে চৌম্বক ডোমেইন পুনর্বিন্যাস ঘটে।