এডি কারেন্ট লস নির্ভর করে-
A ল্যামিনেশনের পুরুত্বের বর্গের উপর
B পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির বর্গের উপর
C সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গের উপর
D উপরোক্ত সব ক'টির উপর
Solution
Correct Answer: Option D
এডি কারেন্ট লস D) উপরোক্ত সব ক'টির উপর নির্ভর করে, যা সঠিক উত্তর। এডি কারেন্ট বা ভঁবর প্রবাহ ক্ষতি তিনটি প্রধান কারণের উপর নির্ভরশীল: সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গ (B²) যত বেশি হবে, ক্ষতি তত বেশি হবে; পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের ফ্রিকুয়েন্সির বর্গ (f²) বৃদ্ধির সাথে ক্ষতি বাড়ে; এবং ল্যামিনেশনের পুরুত্বের বর্গ (t²) যত বেশি হবে ক্ষতি তত বেশি হবে। এই তিনটি কারণের প্রত্যেকটি এডি কারেন্ট লসের সাথে বর্গ সম্পর্কে সম্পর্কিত, তাই এদের যেকোনো একটি বাড়লে ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।